বাবার স্বপ্ন সাকার, প্রিন্স সফল ইউপিএসসি-তে

Must read

অপরাজিতা জোয়ারদার, উত্তর দিনাজপুর: লেখাপড়ায় বরাবরই মেধাবী। মধ্যবিত্ত পরিবারের ছেলেটিকে আইএএস করতে চেয়েছিলেন বাবা। বাবার স্বপ্ন সত্যি করতে যখন ছেলে দিনরাত এক করে লেখাপড়া করছে তখনই ছন্দপতন! হঠাৎ বাবার মৃত্যু। বাড়িতে মা, তিন ভাইবোনের লেখাপড়া, সংসারের হাল ধরতে চাকরিতে যোগ। চাকরি করেও বাবার স্বপ্নকে সাকার করলেন উত্তর দিনাজপুরের ছৌসিয়ার যুবক মহম্মদ মঞ্জর হুসেইন আঞ্জুম (প্রিন্স)।

আরও পড়ুন-কৃষকবন্ধু

ইউপিএসসি পরীক্ষায় ১২৫ র্যা ঙ্ক করে ২০২০ সালের আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হন। খবর পৌঁছতেই ইসলামপুরে খুশির হাওয়া। প্রিন্স ইসলামপুরের এক বেসরকারি ইংরেজিমাধ্যম স্কুল থেকে প্রাথমিক থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। আইআইটিতেও দুর্দান্ত সাফল্য। সাফল্যের খবর পেয়ে মাদ্রাসা উন্নয়ন দফতরের মন্ত্রী গোলাম রব্বানি নিজের ফেসবুক পেজে লেখেন, ‘আমার ভাতিজা মোঃ মানজার হোসেন আঞ্জুমকে সফলভাবে ইউপিএসসি যোগ্যতা অর্জন করায় এবং ১২৫তম স্থান নিশ্চিত করায় আন্তরিক অভিনন্দন।’ রবিবার প্রিন্সকে সংবর্ধনা জানাতে যান রব্বানি এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

Latest article