রৌরকেল্লা, ২৬ জানুয়ারি : হকি বিশ্বকাপের স্থান নির্ধারক ম্যাচে জাপানকে ৮-০ গোলে উড়িয়ে দিল ভারত। দেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপে নকআউটে ওঠার স্বপ্ন আগেই শেষ। এই ম্যাচটা হরমনপ্রীতদের কাছে ছিল ৯ থেকে ১২-র মধ্যে থাকার লড়াই। হেরে গেলে ১৩ থেকে ১৬-র মধ্যে থাকার জন্য লড়তে হত। প্রসঙ্গত, হকি বিশ্বকাপে ভারতের সবথেকে খারাপ ফল হয়েছিল ১৯৮৬ সালে। সেবার অংশগ্রহণকারী ১২টি দলে মধ্যে ১২ নম্বরে শেষ করেছিল ভারত।
আরও পড়ুন-২১০ ফুটি তেরঙা কাঁধে পথে সুন্দরবনের মহিলারা
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে ১২ মিনিটের মধ্যে পরপর দু’টি পেনাল্টি কর্নার আদায় করে নিয়েছিল ভারত। কিন্তু গোল হয়নি। বিরতির সময় ম্যাচের ফল ছিল গোলশূন্য। তবে তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন মনদীপ সিং। তিন মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ হয় অভিষেকের গোলে। ৪০ মিনিটে ৩-০ করেন বিবেক সাগর। ৪৪ মিনিটে দলের চতুর্থ তথা ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন অভিষেক।
আরও পড়ুন-ব্যান ওঠার দিনেও হার ইস্টবেঙ্গলের
চতুর্থ কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি কর্নার থেকে ফের গোল করে দলকে ৫-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন অধিনায়ক হরমনপ্রীত। এরপর জাপানিদের উপর আরও তিনটে গোল চাপিয়ে দেন যথাক্রমে মনপ্রীত, হরমনপ্রীত ও সুখজিৎ সিং।