২১০ ফুটি তেরঙা কাঁধে পথে সুন্দরবনের মহিলারা

এদিন দেখা গেল গ্রামের মহিলাদের অন্য রূপ। দেশভক্তিতেও পিছিয়ে নেই তাঁরাও। অনেকেই খুব সকাল-সকাল পুজো দিয়ে তৈরি হয়ে যান।

Must read

সংবাদদাতা, বাসন্তী : দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকের নফরগঞ্জ অঞ্চলের ছোট দিন্দারঘেরি গ্রাম। এই গ্রামের মহিলারা বৃহস্পতিবার ৭৪তম সাধারণতন্ত্র দিবস একেবারে অন্যভাবে উদ্যাপন করলেন। এই উপলক্ষে তাঁরা ২১০ ফুট তেরঙা পতাকা কাঁধে নিয়ে অনেকটা পথ পরিক্রমা করলেন। সুন্দরবনের মহিলারা আবারও প্রমাণ করে দিলেন, তাঁরা আর পিছিয়ে নেই, ভাবনার দিক থেকেও তাঁরা অনন্য। কারণ এদিন সরস্বতীপুজো। সাধারণভাবে গ্রামের গৃহবধূরা মেতে ওঠেন বাগদেবীর আরাধনায়।

আরও পড়ুন-ব্যান ওঠার দিনেও হার ইস্টবেঙ্গলের

এদিন দেখা গেল গ্রামের মহিলাদের অন্য রূপ। দেশভক্তিতেও পিছিয়ে নেই তাঁরাও। অনেকেই খুব সকাল-সকাল পুজো দিয়ে তৈরি হয়ে যান। আবার অনেকেই পুজো না দিয়ে দেশমাতার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য পতাকা কাঁধে তুলে নিতে চলে এসেছেন। গ্রামে মহিলাদের উদ্যোগে এই সাধারণততন্ত্র দিবস পালিত হয়। যেখানে অংশগ্রহণ করেছিলেন গ্রামের ১৫০ জনের বেশি মহিলা। এই পতাকা দেখতে রাস্তার দুই পাশে ভিড় জমিয়েছিলেন গ্রামের সাধারণ মানুষ। এত বড় পতাকা দেখে সাধারণ মানুষও আনন্দে মেতে ওঠেন দিনটি পালনে।

Latest article