অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ: দায়িত্ব নেওয়ার পর রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ডের মাধ্যমে রায়গঞ্জ ব্লকের প্রায় ৭০ হাজার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠছেন। ছাগল, শূকর, হাঁস-মুরগি ও সেলাই মেশিনে কাজ করে বাড়ির পুরুষ সদস্যের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অর্থ আয় করছেন তাঁরা।
আরও পড়ুন-রাজস্থানের ভরতপুরে ভেঙে যায় একটি চার্টার্ড বিমান
যার ফলে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি এলাকার বাসিন্দাদের একাংশের মধ্যে আর্থিক সচ্ছলতা এসেছে। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪৬১ জন মহিলা বর্তমানে ছাগল প্রতিপালন করছেন। ১২০০০ মহিলা হাঁস-মুরগির প্রতিপালন করে চালাচ্ছেন। ১২ জন মহিলা শূকর প্রতিপালন করছেন। এলাকার ৬২ জন মহিলাকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করেছে পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে রায়গঞ্জ সমিতির সহ-সভাপতি মানস ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গ্রামীণ এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে নানা প্রকল্প নিচ্ছেন।