কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি ঘেরাও চা-শ্রমিকদের

তাঁর ডাকে সাড়া দিয়ে এবার লাগাতার অবস্থানের রাস্তা বেছে নিলেন আইএনটিটিইউসি অনুমোদিত তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়নের চা-শ্রমিকরা।

Must read

ব্যুরো রিপোর্ট : সেপ্টেম্বরে চা-বলয়ে সভা ও সম্মেলনে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে চা-শ্রমিকদের গর্জে ওঠার ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ডাকে সাড়া দিয়ে এবার লাগাতার অবস্থানের রাস্তা বেছে নিলেন আইএনটিটিইউসি অনুমোদিত তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়নের চা-শ্রমিকরা।

আরও পড়ুন-রায়গঞ্জে এখন স্বনির্ভর ৭০ হাজার মহিলা

শুক্রবার ২৭ জানুয়ারি থেকেই শুরু হল অবস্থান প্রতিবাদ। এদিন ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা-বাগানে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বাড়ির সামনে আইএনটিটিইউসির জলপাইগুড়ি জেলা সভাপতি রাজেশ লাকড়ার নেতৃত্বে অবস্থানে বসেন চা-শ্রমিকরা। পাশাপাশি আলিপুরদুয়ারের কুমারগ্রামে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশচিক বড়াইক, দার্জিলিং জেলা আইএনটিটিইউসির জেলা সভাপতি নির্জল দে-র নেতৃত্বে ফাঁসিদেওয়ার বিধাননগর, মাটিগাড়া, পাথরঘাটা এলাকায় অবস্থান বিক্ষোভ হয়। আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত কুমারগ্রাম, নাগরাকাটা, মাদারিহাট, ফালাকাটা, কালচিনি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং সমতলের বিজেপি বিধায়কদের বাড়ির সামনে শান্তিপূর্ণ অবস্থান চলবে। পিএফ-সহ চা-শ্রমিকদের ছয় দফা দাবি যতদিন না কেন্দ্রীয় সরকার মেটাবে ততদিন আমরা আন্দোলন থেকে পিছু হটব না।

আরও পড়ুন-রাজস্থানের ভরতপুরে ভেঙে যায় একটি চার্টার্ড বিমান

উল্লেখ্য, ডিসেম্বরের ৯ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত আলিপুরদুয়ার জেলার সীমান্তবর্তী সংকোশ চা-বাগান থেকে পদযাত্রা করে চা-শ্রমিকদের নিয়ে জলপাইগুড়ি পিএফ অফিস ঘেরাও করা হয়। কেন্দ্র দাবি না মানলে আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার সেই পথই অনুসরণ করলেন চা-শ্রমিকরা।

Latest article