সংবাদদাতা, বোলপুর : পঞ্চায়েত নির্বাচনে জেলার প্রস্তুতির রিপোর্ট এবং কাজের রূপরেখা নিয়ে পরামর্শ নেবে জেলা কমিটি, এমনটাই জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) জেলা সফর নিয়ে বোলপুরে জেলা কমিটির বৈঠকে, শনিবার। মুখ্যমন্ত্রীর জেলা সফরে দুটি কর্মসূচি আপাতত স্থির হয়েছে। সাংসদ, বিধায়ক মিলে কয়েকজন জেলা নেতৃত্ব ও শাখা সংগঠনের নেতৃত্ব মুখ্যমন্ত্রীর সঙ্গে রাঙাবিতানে সাক্ষাৎ করবেন ৩০ জানুয়ারি, বিকেল চারটে সাড়ে চারটে নাগাদ। ৩১ তারিখে মালদহ যাবেন মুখ্যমন্ত্রী। ফেব্রুয়ারির এক তারিখে সরকারি অনুষ্ঠান হবে ডাকবাংলো মাঠে। সেখানে জেলা প্রশাসনিক কর্তা, মন্ত্রী ও আধিকারিকরা থাকবেন। শোনা গিয়েছে, প্রায় একশোটি প্রকল্পের উদ্বোধন হবে। আশিটির সূচনা হবে। দেউচা পাঁচামি নিয়ে কাজের অগ্রগতি দেখতে পারেন মুখ্যমন্ত্রী। ৩১ তারিখ মালদহের সভা সেরে মুখ্যমন্ত্রী ফের বোলপুরে ফিরে আসবেন। বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের এক প্রতিনিধিদল মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। সবটাই নির্ভর করছে মুখ্যমন্ত্রীর ব্যস্ত সফরসূচির উপর। এক ফেব্রুয়ারি ডাকবাংলো মাঠে প্রশাসনিক পরিষেবা প্রদানের পর দুই তারিখ মুখ্যমন্ত্রী বর্ধমানে সভার উদ্দেশে রওনা হবেন। ডাকবাংলো মাঠে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে। বোলপুর পুরসভা পানীয় জল, বিদ্যুৎ-সহ পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি দেখছে।
আরও পড়ুন –মুঘল গার্ডেনের নাম বদল, ফের অভিষেকের নিশানায় কেন্দ্র