নতুন বছরের প্রথম মাস শেষ হতে এখনও একটা দিন বাকি আছে। এরই মধ্যে কমপক্ষে ৫৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলেছে ইরান সরকার (Iran Government)। ইরানে কাজ করা নরওয়ের মানবাধিকার সংস্থা আইএইচআর এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। আইএইচআর বলেছে, বছরের প্রথম ২৬ দিনে অন্তত ৫৫টি মৃত্যুদণ্ড নিশ্চিত করেছে ইরান (Iran Government)। সংগঠনটির দাবি, হিজাব বিতর্ক ঘিরে প্রতিবাদ-বিক্ষোভে জর্জরিত দেশ। তাই বিক্ষোভকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এই পদক্ষেপ নিয়েছে প্রশাসন। যদিও এই ৫৫ জনই যে হিজাব বিতর্কে অংশ নিয়েছিলেন তা নয়। তবে প্রশাসনের বিরুদ্ধে গেলে পরিণতি যে কতটা কঠোর হতে পারে তা প্রমাণ করতেই এই মৃত্যুদণ্ডের হার বাড়ানো হয়েছে বলে মত বিভিন্ন মহলের।
আরও পড়ুন-অনশনের আহ্বান সোনমের