আজ মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে মালদহে সব মহলে সাজ-সাজ রব

মালদহে ৫০ প্রকল্পের উদ্বোধন, ৫৫ শিলান্যাস

Must read

সংবাদদাতা, মালদহ : এক বছর পর মালদহে (Maldah) আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। প্রশাসনিক ও রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তুঙ্গে। এবারও বহু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বরাবরই তিনি (Mamata Banerjee) নির্বাচনের আগে মালদহকেই বেছে নেন। আসছে পঞ্চায়েত নির্বাচন। তার আগে প্রশাসনিক বৈঠকের জন্য মালদহকেই বেছে নিয়েছেন। আজ বোলপুর (Bolpur) থেকে আকাশপথে মালদহে আসবেন। গৌড়বঙ্গের তিন জেলার শতাধিক প্রকল্পের শিলান্যাস করার কথা। সব মিলিয়ে আনুমানিক ব্যয় ৫০০ কোটিরও বেশি। এর মধ্যে মালদহে রয়েছে ৩০০ কোটির প্রকল্প। বড় প্রকল্পের মধ্যে প্রাণিসম্পদ বিকাশ দফতরের হিমঘরের উদ্বোধন, জৈব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের শিলান্যাস। মাটিগাড়া ও হরিণঘাটা থেকে প্রক্রিয়াজাত মুরগির মাংস ও মাংসে তৈরির সামগ্রী সংরক্ষণ হবে। টার্কি ও কোয়েলের মাংস পাওয়া যাবে। আনুমানিক ব্যয় ১৫০ কোটি টাকা। মানিকচকের নাজিরপুরে অতিরিক্ত প্রাণী চিকিৎসাকেন্দ্র হয়েছে এক কোটি টাকায়। এটিরও উদ্বোধন করবেন। এ ছাড়াও খামারে প্রতিদিন আড়াই লক্ষ ডিম উৎপাদন হবে, তিন লক্ষ মুরগি পালন হবে। এটি ২৫ কোটির। মালদহ ও দুই দিনাজপুর মিলিয়ে ১৬০টি প্রকল্পের উদ্বোধন হবে, ২৬০টির শিলান্যাস। এর মধ্যে মালদহে ৫০টির উদ্বোধন ও ৫৫টির শিলান্যাস হবে। জেলা পরিষদের দুটি রাস্তার শিলান্যাস হবে। গৌড়বঙ্গের তিন জেলার ৩৬ জন উপভোক্তার হাতে বিভিন্ন সরকারি পরিষেবা দেবেন মুখ্যমন্ত্রী। ৩২টি সরকারি স্টল থাকবে। সেগুলো থেকে নানান ধরনের পরিষেবা দেওয়া হবে।

আরও পড়ুন-বিবিসির তথ্যচিত্রে নিষেধাজ্ঞা, সুপ্রিম কোর্টে শুনানি ৬ ফেব্রুয়ারি

Latest article