বিবিসির তথ্যচিত্রে নিষেধাজ্ঞা, সুপ্রিম কোর্টে শুনানি ৬ ফেব্রুয়ারি

Must read

প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর নির্মিত বিবিসির তথ্যচিত্র নিষিদ্ধ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে (BBC documentary- Supreme Court)। ওই আবেদনের শুনানি গ্রহণে সম্মত হয়েছে শীর্ষ আদালত। ৬ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে ওই মামলার শুনানি হবে। পাশাপাশি বিবিসির তথ্যচিত্রটির লিঙ্ক-সহ ট্যুইটগুলি সরিয়ে নেওয়ার বিষয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র, প্রবীণ সাংবাদিক এন রাম এবং অ্যাডভোকেট প্রশান্ত ভূষণও একটি পৃথক মামলা দায়ের করেছেন। আগামী সোমবার অর্থাৎ ৬ ফেব্রুয়ারি ওই আবেদনেরও শুনানি হবে।

আরও পড়ুন-অসাম্প্রদায়িক শক্তিই দিল্লিতে ক্ষমতায় আসুক

আইনজীবী এম এল শর্মা জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন। বিবিসির তথ্যচিত্র ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন-এর উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে তিনি খারাপ, স্বেচ্ছাচারী এবং অসাংবিধানিক কাজ বলে অভিহিত করে পিটিশনটি দাখিল করেছেন। উল্লেখ্য, ২০০২ সালে গুজরাত দাঙ্গা নিয়ন্ত্রণে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা সম্পর্কে প্রশ্ন তুলেছে তথ্যচিত্রটি। সোমবার সুপ্রিম কোর্টে (BBC documentary- Supreme Court) আইনজীবী এম এল শর্মা বলেন, বিবিসির তথ্যচিত্রটির গণপ্রদর্শনীর ব্যবস্থা করার কারণে ছাত্রদের গ্রেফতার করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় চত্বরে ১৪৪ ধারা জারি করা হচ্ছে। এই নিষেধাজ্ঞাটি সংবিধানের অনুচ্ছেদ ১৯ (১)(এ) এর অধীনে বাক ও মত প্রকাশের স্বাধীনতার লঙ্ঘন করে।
এদিকে সোমবার কলকাতা মেডিক্যাল কলেজে এই তথ্যচিত্র দেখানোর কথা থাকলেও তা বাতিল করা হয়।

Latest article