প্রতিবেদন : শেষ দুই বছরের তুলনায় আগামী অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার আরও কমছে। সংসদে পেশ করা আর্থিক সমীক্ষায় এই ইঙ্গিত মিলল। বুধবার সংসদে ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে মঙ্গলবার সংসদে আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ হয়েছে। ওই রিপোর্টেই বলা হয়েছে, শেষ দুই বছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার আরও কমছে। তবে কোভিড পরবর্তী পরিস্থিতি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আবহে বিশ্বব্যাপী মন্দার যে মেঘ দেখা দিয়েছে, তা ভারতকে স্পর্শ করতে পারবে না।
আর্থিক সমীক্ষায় দাবি করা হয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৬.৫ শতাংশ।
আরও পড়ুন-নতুন ভবন : কেন্দ্রকে প্রশ্ন জহরের
চলতি অর্থবছরে যা ছিল ৭ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্কও আগামী অর্থবর্ষের জিডিপির পূর্বাভাসে একই কথাই বলছে। আরবিআই জানিয়েছে, আগামী অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার ৬ থেকে ৬.৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। যা চলতি বছরের তুলনায় নিম্নমুখী। উল্লেখ্য, ২০২০-২১ অর্থবর্ষে করোনা দেশের অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছিল। ওই বছরের পর এটাই সর্বনিম্ন বৃদ্ধির পূর্বাভাস। ২০২১-২২ অর্থবর্ষেও দেশের জিডিপি বৃদ্ধির হার ছিল ৮.৭ শতাংশ। এদিন রিজার্ভ ব্যাঙ্ক আরও একটি দুশ্চিন্তার পূর্বাভাস দিয়েছে। আরবিআই জানিয়েছে, আগামী অর্থবর্ষে দেশে মুদ্রাস্ফীতির হার ৬.৮ শতাংশ হতে পারে। যা রিজার্ভ ব্যাঙ্কের লক্ষ্যমাত্রার থেকে বেশ কিছুটা বেশি। এখন দেখার, অর্থমন্ত্রীর বাজেটের পর আর্থিক সমীক্ষার এই পূর্বাভাস কতটা মেলে।