প্রতিবেদন : বিয়ে কখনও কোনও শর্ত মেনে হয় না। পারস্পরিক আকর্ষণ ও ভালবাসার কারণে বিয়ে হয়। সোমবার একটি মামলার শুনানিতে এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। এক দম্পতির মধ্যে বৈবাহিক সম্পর্কে অশান্তি নিয়ে একটি মামলার শুনানি ছিল শীর্ষ আদালতের বিচারপতি এম আর শাহ ও বিচারপতি সি টি রবিকুমারের ডিভিশন বেঞ্চে।
শুনানির সময় উভয়পক্ষের আইনজীবীরা জানান, তাঁদের মক্কেলরা আরও একবার একসঙ্গে থেকে দেখতে চাইছেন বৈবাহিক সম্পর্কটি টিকিয়ে রাখতে পারেন কি না। স্ত্রীর পক্ষে দাঁড়ানো আইনজীবী বিচারপতিদের অনুরোধ করেন, বিষয়টি যেন সুপ্রিম কোর্টের মেডিটেশন সেন্টারে পাঠানো হয়।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে কড়া নজরদারি, জেড প্লাস নিরাপত্তা, পুলিশ ক্যাম্প বসল অমর্ত্যর বাড়িতে
দু’পক্ষের বক্তব্য শোনার পর বেঞ্চ বলে, এই বিষয়ে মেডিটেশনের কী প্রয়োজন আছে সেটা তাঁরা বুঝতে পারছেন না। স্বামী ও স্ত্রী একে অপরের সঙ্গে যেতে রাজি হয়েছেন। তাহলে মেডিটেশনের কী প্রয়োজন? ওই মহিলার স্বামী কর্মসূত্রে সৌদি আরবে থাকেন। সে কারণেই বেঞ্চ প্রশ্ন করে, স্ত্রী কি তাঁর স্বামীর কাছে যেতে রাজি আছেন? একই সঙ্গে বেঞ্চ মহিলার আইনজীবীকে জানায়, আগের শুনানিতে আমরা আপনার বক্তব্য রেকর্ড করেছিলাম ও আপনাকে সময় দিয়েছিলাম। অযথা আদালতের সময় নষ্ট করবেন না। আগে নিজের সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত হোন। প্রথমে রাজি না হলেও পরে আদালত বিবদমান দম্পতিকে সুপ্রিম কোর্টের মেডিটেশন সেন্টারে যাওয়ার অনুমতি দেন। আগামী ৬ ফেব্রুয়ারি এই পরবর্তী শুনানি হবে। ওই দিন মহিলা সশরীরে আদালতে থাকলেও স্বামী ভিডিও কলে সৌদি আরব থেকে শুনানিতে যোগ দেবেন।