বদলার বিস্ফোরণ মৃতের সংখ্যা বেড়ে ৯৬

সোমবার রাতেই বিস্ফোরণের দায় স্বীকার করে জঙ্গি সংগঠন টিটিপি। তারা স্পষ্ট জানায়, এই হামলা হল উমর খালিদ খুরাসানির মৃত্যুর বদলা।

Must read

প্রতিবেদন : উমর খালিদ খুরাসানির মৃত্যুর বদলা নিতেই পেশোয়ারের মসজিদে বিস্ফোরণ ঘটানো হয়েছে। আত্মঘাতী হামলার পর এমনটাই জানাল তেহরিক-এ-তালিবান পাকিস্তান (টিটিপি)। মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৬। সোমবার মসজিদে প্রার্থনার সময় হামলা চালায় টিটিপির এক আত্মঘাতী জঙ্গি।

আরও পড়ুন-বিয়ে কোনও শর্ত মেনে হয় না: সুপ্রিম কোর্ট

সোমবার রাতেই বিস্ফোরণের দায় স্বীকার করে জঙ্গি সংগঠন টিটিপি। তারা স্পষ্ট জানায়, এই হামলা হল উমর খালিদ খুরাসানির মৃত্যুর বদলা। প্রশ্ন হল, কে এই খুরাসানি? জানা গিয়েছে, টিটিপির কমান্ডার ছিল খুরাসানি। ২০২২-এর অগাস্টে পাকিস্তানি সেনার গুলিতে তার মৃত্যু হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, দাদার খুরাসানির মৃত্যুর বদলা নেওয়ার জন্য তলে তলে হামলার প্রস্তুতি চালাচ্ছিল তার ভাই মুকর্রম। সোমবার মসজিদে হামলা চালানোর পুরো পরিকল্পনা ছিল মুকর্রমের। খুব অল্প বয়সেই পাক জঙ্গি সংগঠন হরকত-উল-মুজাহিদিনে যোগ দেয় খুরাসানি। এই জঙ্গি দলটি মূলত কাশ্মীরে সক্রিয় ছিল। এর পর টিটিপির সদস্য হয় সে। কাশ্মীরে নেটওয়ার্ক তৈরি করেছিলেন খুরাসানি। ২০১৪ সালে টিটিপির শাখা সংগঠন জামাত-উল-আহরারের প্রতিষ্ঠা করে খুরাসানি। এই জঙ্গি সংগঠনটি মূলত সাধারণ মানুষ, সংখ্যালঘু এবং সেনা জওয়ানদের উপর হামলা চালাত। বহু হামলার সঙ্গে জড়িত এই সংগঠনটি।

Latest article