প্রথম ১০ ধনকুবের তালিকা থেকে বাদ গৌতম আদানি

এসবের জেরে সোমবার ব্লুমবার্গের ক্রমতালিকায় বিশ্বের প্রথম ১০ জন ধনকুবেরের তালিকা থেকেও ছিটকে গিয়েছেন আদানি।

Must read

প্রতিবেদন : সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ভারতীয় শিল্পপতি গৌতম আদানির। তাঁর বিভিন্ন সংস্থার শেয়ারের দামে পতন ঘটেছে। তাঁর বিরুদ্ধে উঠেছে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ। এমনকী, সংস্থার শেয়ারের দাম প্রকৃত মূল্যের চেয়ে বেশি করে দেখানোর কারণে প্রতারণার অভিযোগও উঠেছে আদানির বিরুদ্ধে।

আরও পড়ুন-বদলার বিস্ফোরণ মৃতের সংখ্যা বেড়ে ৯৬

এসবের জেরে সোমবার ব্লুমবার্গের ক্রমতালিকায় বিশ্বের প্রথম ১০ জন ধনকুবেরের তালিকা থেকেও ছিটকে গিয়েছেন আদানি। সোমবার ব্লুমবার্গ ইনডেক্স প্রকাশিত হয়েছে। সেখানে ক্রমতালিকার ১১ নম্বরে নেমে গিয়েছেন আদানি। তাঁর সম্পদের পরিমাণ ৮৪.৪ বিলিয়ন মার্কিন ডলার। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর থেকেই আদানিদের বিভিন্ন সংস্থার শেয়ারের দরে বড় মাপের পতন হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় আদানির সম্পদ কমেছে ৮.২১ বিলিয়ন মার্কিন ডলার। চলতি বছরে গৌতম আদানির ৩৬.১ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ কমেছে। যদিও দেশ ও এশিয়ার সেরা ধনীর শিরোপাটা কোনওরকমে ধরে রেখেছেন এই ভারতীয় শিল্পপতি। আদানির পরেই রয়েছে মুকেশ আম্বানির নাম। এই মুহূর্তে ব্লুমবার্গের তালিকায় শীর্ষে রয়েছেন ফরাসি শিল্পপতি বার্নার্ড আর্নল্ট। তাঁর সম্পদের পরিমাণ ১৮৯ বিলিয়ন মার্কিন ডলার। তালিকার দুইয়ে রয়েছে ট্যুইটারের মালিক এলন মাস্ক। আমেরিকার রিসার্চ সংস্থা৷

Latest article