গণধর্ষিতা দলিত কন্যার পরিবারকে লাগাতার হুমকি

এরই মধ্যে নির্যাতিতার ভাইয়ের মৃত্যু। স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালক রবিকান্ত জানিয়েছেন, এবারও পুলিশ অভিযোগ নিতে চাইছে না।

Must read

প্রতিবেদন : যোগীরাজ্যে এক দলিত কন্যাকে গণধর্ষণের পর রহস্যমৃত্যু হল নির্যাতিতার ভাইয়ের। সংশ্লিষ্ট পরিবারের অভিযোগ, ধর্ষণে অভিযুক্তরাই ওই যুবককে খুন করেছে। বছর ২০-র ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে গাছ থেকে। ঘটনাটি উত্তরপ্রদেশের ভবনপুরের ঔরঙ্গাবাদ গ্রামে। জানা গিয়েছে, মাসছয়েক আগে ঔরঙ্গাবাদ গ্রামে এক দলিত কন্যাকে গণধর্ষণ করা হয়। গ্রামেরই এক স্বঘোষিত প্রধানের স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতার বাবা। তাঁর অভিযোগ, যাঁরা তাঁর মেয়েকে ধর্ষণ করেছিল, তাঁরাই ছেলেকেও মেরে ফেলেছে। খুনের পর গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে ছেলের দেহ। এ ঘটনায় প্রথমে পুলিশ অভিযোগ নিতেই চায়নি।

আরও পড়ুন-প্রথম ১০ ধনকুবের তালিকা থেকে বাদ গৌতম আদানি

ঘটনার প্রায় এক মাস পর এফআইআর নেওয়া হয়। তারপর থেকেই পরিবারের উপর চাপ দিতে থাকে অভিযুক্তরা। তাঁদের ক্রমাগত হুমকি দেওয়া শুরু হয়। এরই মধ্যে নির্যাতিতার ভাইয়ের মৃত্যু। স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালক রবিকান্ত জানিয়েছেন, এবারও পুলিশ অভিযোগ নিতে চাইছে না। সে কারণে তিনি জাতীয় তফসিলি জাতি ও উপজাতি কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই ঘটনায় আরও একবার প্রমাণ হয়ে গেল যে, যোগীরাজ্যে দলিতদের নিতান্তই অসহায় অবস্থার মধ্যে দিন কাটাতে হয়। এমনকী, সংবিধান প্রদত্ত আইনি অধিকার থেকেও তাঁরা বঞ্চিত।

Latest article