‘নলহাটি তে যে সেতু হল তাকে আমি মা নলহাটেশ্বরী সেতু নাম দিলাম’, উপহার মুখ্যমন্ত্রীর

বীরভূম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'উপহার'-এর ডালি সাজিয়ে প্রশাসনিক বৈঠক করলেন।

Must read

বীরভূম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘উপহার’-এর ডালি সাজিয়ে প্রশাসনিক বৈঠক করলেন। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি বীরভূমের এই মাটিতে জন্মেছি। এটা মাটি আমার খুব চেনা মাটি। এই লালমাটি আমার প্রিয় মাটি। বীরভূমে অনেক কিছু আছে। সতীপীঠ থেকে শুরু করে অনেক কিছু আছে। আজও প্রায় ১ হাজার কোটি টাকার উদ্বোধন ও শিলান্যাস হল। ময়ূরাক্ষী নদীর উপর যে সেতু করা হয়েছে তার নাম তারাশঙ্কর বন্দোপাধ্যায় সেতু। নলহাটি তে যে সেতু হল তাকে আমি মা নলহাটেশ্বরী সেতু নাম দিলাম।’

আরও পড়ুন-নেই ‘জংলাদা, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর বলেন, ”অনেক কাজ করা হল। আমরা ক্ষমতায় আসার পর কতগুলো আমরা বিশেষ করে লালমাটির দেশ আমার প্রিয়। এখানে মা কালির অধিষ্ঠান। তারাপীঠের উন্নতি আমরা করেছি। কঙ্কালীতলার উন্নতি আমরা করেছি। অনেক কাজ করা হয়েছে। অনেক কাজ করা হবে। বীরভূম জেলার ৪৫ হাজার মানুষের হাতে কোনও না কোনও পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে।’

বাজেটে মহিলা ও প্রবীণ নাগরিকদের বিশেষ সুবিধা, রেলের জন্য থাকছে রেকর্ড বরাদ্দ, দেখুন এক নজরে

তিনি এদিন বলেন, ‘কান্দি মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে কেন্দ্রকে বলে বলে ক্লান্ত হয়ে গেছি। এই মাস্টার প্ল্যান হলে মুর্শিদাবাদ, বীরভূম জেলার জন্য ভালো হবে। আগামী দিনে আপনারা অনেক কিছু পাবে। রাজ্যে মোট দুয়ারে সরকার ক্যাম্পে ৬ কোটি ৮২ লক্ষ পরিষেবা পেয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘আমি বীরভূম জেলার মানুষের কাছে কৃতজ্ঞ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক গর্ব। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ও আমরা করে দিয়েছি। বীরভূম জেলায় কোনও কোনও না মানুষ বিভিন্ন ধর্মের সঙ্গে যুক্ত।’

আরও পড়ুন-মেয়েদের আইপিএল, ঝুলনকে পেতে জোর লড়াই

এদিন ফের বিশ্বভারতী নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা। বিশ্বভারতীর গৈরিকীকরণের বিরোধিতায় সরব হন মমতা। বলেন, “আমি বীরভূম জেলার মানুষের কাছে কৃতজ্ঞ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক গর্ব। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ও আমরা করে দিয়েছি।“ এদিন দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেন মমতা। সবুজসাথী প্রকল্পে পড়ুয়াদের হাতে সাইকেলও তুলে দেন মুখ্যমন্ত্রী।

Latest article