বাজেটে মহিলা ও প্রবীণ নাগরিকদের বিশেষ সুবিধা, রেলের জন্য থাকছে রেকর্ড বরাদ্দ, দেখুন এক নজরে

আজ ১ ফেব্রুয়ারি, ২০২৩ বুধবারে সংসদে বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বাজেট থেকে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা রয়েছে

Must read

আজ ১ ফেব্রুয়ারি, ২০২৩ বুধবারে সংসদে বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বাজেট থেকে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। দেখে নেওয়া যাক এবারের বাজেট এক নজরে:

মেডিকেল রিসার্চে জোর দেওয়া হল। তৈরি হবে ১৫৭টি নতুন নার্সিং কলেজ । জেলায় জেলায় ডিজিটাল লাইব্রেরি তৈরী হবে ৷

আরও পড়ুন-মেয়েদের আইপিএল, ঝুলনকে পেতে জোর লড়াই

আদিবাসীদের উন্নয়নে নতুন অ্যাকশন প্ল্যান থাকবে ৷
৭৯ টি একলব্য স্কুলের জন্য ৩৮ হাজার শিক্ষক নিয়োগ ৷
পিএম আবাস যোজনায় ৬৬ শতাংশ বরাদ্দ বৃদ্ধি৷
পিএম আবাস যোজনায় বরাদ্দ ৭৯ হাজার কোটি টাকা ৷
বিভিন্ন সরকারি প্রকল্পে বিনিয়োগ ১০ লক্ষ কোটি টাকা
পরিকাঠামো ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ হবে

রেলের জন্য বরাদ্দ ২ লক্ষ ৪০ হাজার কোটি টাকা ৷ দু-লক্ষ চল্লিশ হাজার কোটির বেশি বরাদ্দ রেলকে। ২০১৩-১৪ অর্থবর্ষের তুলনায় ৯ গুণ বাড়ল এই বরাদ্দ। পঞ্চাশটি নতুন এয়ারপোর্ট, হেলিপ্যাডও তৈরী হবে।

আরও পড়ুন-তিতাসের ক্রিকেটে বাধা দেননি বাবা

নাগরিকদের জন্য KYC-তে সরলিকরণ ৷ বারবার KYC দেওয়া বন্ধের ব্যবস্থা করা হচ্ছে। প্যান কার্ড হবে পরিচয়পত্র ৷

ই-কোর্ট খাতে ৭০০০ কোটি বরাদ্দ ৷
স্বাস্থ্যক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করতে হবে ৷
রাজ্যগুলিকে বিকল্প রাসায়নির ব্যবহারে জোর দিতে হবে
কিষাণ ক্রেডিট কার্ডে ২০ লক্ষ কোটি টাকার বরাদ্দ হয়েছে ৷
পরিবেশবান্ধব প্রকল্পে জোর দেওয়া হয়েছে ৷
পিএম প্রণাম প্রকল্প আনা হবে
গোবর্ধণ প্রকল্পে ৫০০টি নতুন ওয়েস্ট প্ল্যান্ট৷
প্রিন এনার্জির উপরে জোর দেওয়া হচ্ছে
মহিলা সম্মান বচত পত্রে সুদের হার থাকছে ৭.৫ শতাংশ ৷ MIS-এ এবার রাখা যাবে বেশি টাকা । সিঙ্গল অ্যাকাউন্টে রাখা যাবে ৪.৫ লক্ষের টাকার বদলে ৯ লক্ষ টাকা ৷ জয়েন্ট অ্যাকাউন্টে ৯ লক্ষের বদলে ১৫ লক্ষ টাকা রাখা যাবে ৷

আরও পড়ুন-প্রয়োজনে সৌমেন্দুকে গ্রেফতার

চালু হচ্ছে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম। ২ লক্ষ টাকা ২ বছর সঞ্চয়ে সাড়ে সাত লক্ষ শতাংশ সুদ। সিনিয়র সিটিজেনদের সেভিংস স্কিমে সবথেকে বেশি বিনিয়োগ। ১৫ লক্ষ থেকে বেড়ে ৩০ লক্ষ টাকা হল।

নতুন কর কাঠামোতে ৭ লাখ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না।

মোবাইল, টিভি, হীরের গয়নার ও খেলনার দাম কমল
গাড়ির যন্ত্রাংশের দাম, সাইকেলের দাম কমবে
সিগারেট, সোনা ও প্ল্যাটিনামের দাম বাড়ল

Latest article