নাজির হোসেন লস্কর, মগরাহাট: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মগরাহাটের রূপকার বলিষ্ঠ নেতৃত্ব হায়দার আলি মল্লিক (Hyder Ali Mallick)৷ বয়ঃজনিত ও শারীরিক অসুস্থতার কারণে তাঁকে সিএমআরআই হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ বুধবার দুপুর ১টা নাগাদ তাঁর মৃত্যু হয়৷ ছাত্র বয়স থেকে কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও হায়দার মল্লিক তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন দলের জন্মলগ্ন থেকেই৷ মগরাহাট ২ ব্লকের কলসের মোহনপুর মল্লিকপাড়ায় তাঁর বাসস্থান৷ দক্ষিণ ২৪ পরগনা জেলা খাদ্য ও সরবরাহ কর্মাধ্যক্ষ পদে আসীন ছিলেন৷ দুবার এই দফতরের পাশাপাশি ২০০৮ সালে তিনি কৃষি ও সেচ কর্মাধ্যক্ষের পদ সামলেছিলেন৷ তাঁরই হাত ধরে রাজনীতিতে আসা বর্তমান বিধায়ক তথা সুন্দরবন সাংগঠনিক জেলার চেয়ারম্যান নমিতা সাহা শোকপ্রকাশ করে বলেন, জেলার এক পুরনো সহকর্মীকে হারালাম৷ দাদার প্রয়াণে জেলার পাশাপাশি মগরাহাট ২ ব্লকের রাজনৈতিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল৷ সুদীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন৷ তাঁর পরিবার, পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমাবেদনা জানাই৷ সমবেদনা জানিয়েছেন জেলা সভাধিপতি শামিমা সেখ৷ তিনি বলেন, হায়দারদা (Hyder Ali Mallick) আমাদের দীর্ঘদিনের পথচলার সঙ্গী৷ তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদান আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে৷
আরও পড়ুন: বাজেটে মহিলা ও প্রবীণ নাগরিকদের বিশেষ সুবিধা, রেলের জন্য থাকছে রেকর্ড বরাদ্দ, দেখুন এক নজরে