জেলবন্দি রয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূম জেলার দায়িত্ব নিজেই নিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, সেই জেলাতেই তৃণমূল সভাপতির নাম না করে মমতা ঘোষণা করলেন, ‘‘এ বার থেকে বীরভূম জেলা, যত দিন সে অনুপস্থিত থাকবে, আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব।’’
গরু পাচার মামলায় অনুব্রত জেলবন্দি। এই পরিস্থিতিতে জেলা সফরে গিয়ে ৩০ জানুয়ারিই বীরভূমে নতুন কোর কমিটির সঙ্গে একান্তে বৈঠকও করেন তৃণমূল সুপ্রিমো (TMC Supremo Mamata Banerjee)। আগে এই কোর কমিটির সদস্য সংখ্যা ছিল ৪। এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে ৭।
আরও পড়ুন: বাজেটে মহিলা ও প্রবীণ নাগরিকদের বিশেষ সুবিধা, রেলের জন্য থাকছে রেকর্ড বরাদ্দ, দেখুন এক নজরে
এদিন, বোলপুরে (Bolpur) মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার দু’একজন নেতাকে জেলে পুরে রেখেছ। নির্বাচনের সময়ে তো ঘর থেকেই বেরোতে দিতে না, তা-ও মানুষ ভোট দেয়।“ এরপরেই অনুব্রতর নাম না করে তৃণমূল নেত্রী ঘোষণা করেন, “এবার থেকে বীরভূম জেলা, যত দিন সে অনুপস্থিত থাকবে, আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব।“ সেই কাজে ফিরহাদ হাকিম তাঁকে সাহায্য করবেন। কোর গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছে। আগের সিস্টেমেই কাজ করব।