প্রতিবেদন : ঢাকঢোল পিটিয়ে বাজেট ঘোষণা হল ঠিকই, তবে নির্মলা সীতারামনের বাজেট প্রস্তাব খুশি করতে পারল না দালাল স্ট্রিটকে। যার ফলে বুধবার দিনের শেষে জাতীয় শেয়ার সূচক নিফটি ৪৫ (Union Budget 2023- Nifty) পয়েন্ট পড়ল। তবে মুম্বই স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক সেনসেক্সে ১৫৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে ২০২৩-২৪ বাজেটে নিতান্তই হতাশ শেয়ার বাজার।
কেন্দ্রীয় বাজেট ঘোষণার দিনটি শেয়ার বাজারের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ দিন। বিশেষ এই দিনে বাজার খোলার পর শুরুর দিকে সেনসেক্স ও নিফটি (Union Budget 2023- Nifty) ছিল খানিকটা ঊর্ধ্বমুখী। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মোদি সরকারের বাজেটে হতাশ হয়ে পড়েন বিনিয়োগকারীরা। যার জেরে দিনের শেষে জাতীয় শেয়ার বাজারের সূচক নিফটি ৪৫.৮৫ পয়েন্ট বা ০.২৬ শতাংশ পতন হয়। বাজার বন্ধের সময় নিফটি ১৭৬১৬.৩০ পয়েন্টে থিতু হয়।
অন্যদিকে বিএসই সেনসেক্স অতি সামান্য ১৫৮.১৮ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বেড়ে ৫৯৭০৮.০৮ পয়েন্টে পৌঁছয়।
আরও পড়ুন-নতুন ও পুরনো কর কাঠামোয় ধাঁধা, দিশেহারা বেতনভোগীরা
অর্থমন্ত্রী তাঁর বাজেট প্রস্তাবে এদিন সোনার বারের উপর বহিঃশুল্ক বাড়ানোর কথা জানান। সেক্ষেত্রে সোনার গয়নার দাম বাড়তে পারে। অর্থমন্ত্রী জানিয়েছেন, সোনার আমদানি শুল্ক বাড়ানো হবে না। বর্তমানে সোনার আমদানি শুল্ক ১৮.৪৫ শতাংশ। তবে রুপোর ক্ষেত্রে আমদানি শুল্ক ভাল মতোই বাড়ছে। সোনা আর রুপোর আমদানি শুল্ক প্রায় একই হয়ে যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বর্তমানে রুপোর উপর আমদানি শুল্কের হার ৭.৫ শতাংশ। রুপোর আমদানি শুল্ক সোনার কাছাকাছি হয়ে পৌঁছে গেলে স্বাভাবিকভাবেই দাম অনেকটাই বাড়বে।

