যোগীরাজ্যে গ্যাস লিক করে অসুস্থ ১০ ছাত্রী

Must read

প্রতিবেদন : রোজকার মতোই ক্লাস চলছিল। আচমকাই নাকে ঝাঁঝালো গন্ধ পেতে লাগলেন ছাত্রীরা। কী হয়েছে বোঝার আগেই ক্লাসঘর ভরে গেল বিষাক্ত ধোঁয়ায়। একে একে জ্ঞান হারাতে শুরু করলেন ছাত্রীরা। বুধবার উত্তরপ্রদেশের বরাবাঁকিতে (Gas Leak- Barabanki Uttar Pradesh) এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ১০ জন ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজনের অবস্থা আশঙ্কাজনক। কয়েকজন শিক্ষক-শিক্ষিকাও অসুস্থ হয়ে পড়েছেন। কোতোয়ালি এলাকার কিং জর্জ ইন্টার কলেজে এই ঘটনা ঘটেছে। ওই কলেজের কয়েকজন শিক্ষক ও কর্মী বলছেন, আচমকাই ক্লাসে বিষাক্ত গ্যাস (Gas Leak- Barabanki Uttar Pradesh) ঢুকতে শুরু করে। ক্লাসগুলো ভরে যায় ধোঁয়ায়। ছাত্রীদের নিরাপদে বের করার আগেই তাঁরা জ্ঞান হারাতে থাকেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও মেডিক্যাল টিমকে। ১৫ থেকে ২০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। ছাত্রীদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজন ছাত্রীর অবস্থা সঙ্কটজনক। হাসপাতালের তরফে জানানো হয়েছে, বিষাক্ত গ্যাসে ছাত্রীদের শ্বাসযন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন-বাজেটে হতাশ দালাল স্ট্রিট! নিফটি পড়ল ৪৫ পয়েন্ট

Latest article