বাড়ছে সোনা, কমল হীরে

Must read

প্রতিবেদন : সোনার বারের উপর বহিঃশুল্ক বাড়বে। বুধবার বাজেটে (Union Budget 2023) এই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এই ঘোষণার পর সোনার গয়নার দাম বাড়ার আশঙ্কার তৈরি হয়েছে। তবে কমছে হীরের দাম। এদিন অর্থমন্ত্রী জানান, সোনার আমদানি শুল্ক বাড়ানো হচ্ছে না। বর্তমানে সোনার আমদানি শুল্ক ১৮.৪৫ শতাংশ। তা বাড়বে কি না, সে নিয়ে কোনও মন্তব্য করেননি অর্থমন্ত্রী। তবে রুপোর ক্ষেত্রে আমদানি শুল্ক অনেকটাই বাড়বে বলে জানান তিনি। আগামী দিনে সোনা আর রুপোর আমদানি শুল্ক প্রায় একই হয়ে যাবে বলে দাবি করেন তিনি। বর্তমানে ভারতে রুপোর উপর আমদানি শুল্ক ৭.৫ শতাংশ। আর সোনার আমদানি শুল্ক ১৮.৪৫ শতাংশ।

আরও পড়ুন-বাজেটে হতাশ দালাল স্ট্রিট! নিফটি পড়ল ৪৫ পয়েন্ট

Latest article