পুরনো গাড়ি, অ্যাম্বুল্যান্স বাতিল হবে

Must read

প্রতিবেদন : পুরনো গাড়ি (vehicles and ambulances) বাতিল করার পথে হাঁটলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বুধবার ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে পুরনো গাড়ি বাতিলের জন্য বিশেষ বরাদ্দের কথা উঠে এল তাঁর ভাষণে। এদিনের বক্তৃতায় নির্মলা বলেন, ২০২১-২২ অর্থবর্ষের পুরনো গাড়ি বাতিল প্রকল্পে আগামী অর্থবছরে কেন্দ্রের তরফে আরও বেশি বরাদ্দ করা হবে। এছাড়াও রাজ্য সরকারগুলিকে এই ব্যাপারে সাহায্য করবে কেন্দ্র। তবে শুধু পুরনো গাড়িই নয়, তার পাশাপাশি পুরনো সরকারি অ্যাম্বুল্যান্সকেও (vehicles and ambulances) এই ধাপে বাতিল করা হবে বলে জানান অর্থমন্ত্রী।

আরও পড়ুন-বাড়ছে সোনা, কমল হীরে

Latest article