বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: বহুদিনের পুরনো একটি পুকুর ছিল কুমারগ্রাম বিডিও অফিস চত্বরে, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সেটি প্রায় মজে গিয়েছিল। হাল দেখে বিডিও মিহির কর্মকার সেটি সংস্কার করে বায়োডাইভারসিটি পার্ক গড়ার পরিকল্পনা নেন। এই কাজের প্রস্তাব পরিবেশ দফতর থেকে ১০ লক্ষ ৮৯ হাজার টাকা বরাদ্দও করে।
আরও পড়ুন-শুভমনই ভবিষ্যৎ, বলে দিলেন বিরাট
তার পরই পুকুরের চার ধারে প্রায় ১০ বিঘা জমির উপর পার্ক তৈরির কাজ দ্রুত শুরু হয়। স্থানীয় জীববৈচিত্র রক্ষার উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে জানায় কুমারগ্রাম ব্লক প্রশাসন। বিডিও বলেন, ঝোপঝাড় পরিষ্কার করে পুকুরটিকে ঘিরে বায়োডাইভারসিটি পার্ক গড়া হচ্ছে। পরিবেশবান্ধব উপকরণ দিয়ে পরিকাঠামো নির্মাণের কাজ চলছে।
আরও পড়ুন-গোদাবালির মাঠে লাখো কণ্ঠে জয়বাংলা স্লোগান
পার্কে থাকছে নানা রকমের ফল ও ফুলের গাছ। তাদের বিজ্ঞানসম্মত নাম এবং গুণাগুণ লেখা থাকবে। পর্যটকদের রাত্রিবাসের জন্য তৈরি হচ্ছে গেস্ট হাউস। পার্কের বিশেষ আকর্ষণ, প্রজাপতি পার্ক। প্রজাপতিদের বংশবিস্তারের লক্ষ্যে লাগানো হয়েছে রকমারি চারাগাছ। পাশেই তৈরি হয়েছে মৌমাছি উদ্যান। সেজন্য ১০টি বাক্স লাগানো হয়েছে। পার্কে যথেষ্ট ফুলফল মিললে মৌমাছিরা মধুসংগ্রহে অন্যত্র যাবে না।