প্রতিবেদন : একশো দিনের কাজের জব কার্ড ও আধার কার্ড সংযুক্তির একশো শতাংশ কাজ যুদ্ধকালীন তৎপরতায় শেষ করতে আরেক দফা কড়া নির্দেশ নবান্নের। এ-পর্যন্ত সংযুক্তির কাজ হয়েছে ৭৮.৬০ শতাংশ। দ্রুত একশো শতাংশ সংযুক্তির কাজ শেষ করতে মুখ্যসচিব বিভিন্ন জেলাকে নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন-হোন আসল মাস্টারমাইন্ড
অপরদিকে, পঞ্চায়েত নির্বাচনের আগে আরও একবার রাজ্য জুড়ে ‘দুয়ারে সরকার’ করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির উদ্বোধনে বলেছিলেন, এই প্রকল্প ‘দুয়ারে সরকার’-এর মতোই। চালু হয়েছিল ‘দিদির দূত’ কর্মসূচি এবং অ্যাপ। মোট সাড়ে ৩ লক্ষ ‘দিদির দূত’ ব্যাচ, ব্যান্ড পরে ক্যালেন্ডার নিয়ে পৌঁছে যাচ্ছেন ১০ কোটি মানুষের বাড়ি। গত ১১ জানুয়ারি থেকে চালু হয়েছে ‘দিদির দূত’ অ্যাপ।
আরও পড়ুন-ধনকড় ও রিজিজুর বিরুদ্ধে জনস্বার্থ মামলা শুনানিতে রাজি বম্বে হাইকোর্ট
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অ্যাপে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনও সভা বা কর্মসূচি দেখা যায় সরাসরি। এর মাধ্যমে যে কেউ সরাসরি বার্তা পাঠাতে পারেন মুখ্যমন্ত্রীকে। দিতে পারেন নিজের মতামত। তৃণমূলের সমস্ত খবরই বিস্তারিত ভাবে থাকে এই অ্যাপে। বিভিন্ন তথ্য তুলে ধরা হয় গ্রাফিক্স, ভিডিও এবং ছবির মাধ্যমে। যোগাযোগ করা যায় শীর্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা ছিল, ‘আপনার স্মার্ট ফোনকে আজই অস্ত্রে পরিণত করুন’। হাওড়ায় এমাসেই হবে দুয়ারে সরকার।