সংবাদদাতা, রামপুরহাট : শিক্ষা প্রতিষ্ঠান গড়তে অনুকূলচন্দ্র ঠাকুরের সৎসঙ্গ মিশন সাধনপীঠের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমি হস্তান্তরের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রি খরচ মকুব করল রাজ্য। বুধবার বোলপুরে সরকারি পরিষেবা প্রদানের মঞ্চ থেকে এই কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমরা সব ধর্মকে সম্মান করি। হরিপুর গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জন্য সৎসঙ্গ মিশন সাধনপীঠকে ১০ লক্ষ ২০ হাজার টাকা স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রি খরচ মকুব করলাম। ভাল করে গড়ে উঠুক। আমি তাঁদের প্রণাম জানাই।’
আরও পড়ুন-এশিয়া কাপ কোথায়, ঠিক হবে আজ
ফলে খুশির হাওয়া ছড়ায় নব হিমাইতপুরে। প্রসঙ্গত, অনুকূলচন্দ্রের জন্মস্থান বাংলাদেশের হিমাইতপুরের আদলে বীরভূমের কৃষ্ণপুর গ্রামে মন্দির গড়েন বিভাসচন্দ্র অধিকারী। মন্দিরকে ঘিরে এলাকার রাস্তাঘাটের উন্নতি হয়। এরপরেই অনুকূলভক্ত বিভাসবাবু শিক্ষা প্রতিষ্ঠান গড়ার সিদ্ধান্ত নেন।