এশিয়া কাপ কোথায়, ঠিক হবে আজ

এর আগে একতরফাভাবে পাকিস্তানে এশিয়া কাপ হবে না ঘোষণা করে দিয়ে পাক ক্রিকেট বোর্ডের তোপের মুখে পড়েছিলেন এসিসি কর্তারা

Must read

দুবাই, ৩ ফেব্রুয়ারি : এশিয়া কাপের ভাগ্য নির্ধারিত হতে পারে আজ। শনিবার বাহারিনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের জরুরি বৈঠক ডাকা হয়েছে। যে বৈঠকে এশিয়া কাপই হল একমাত্র ঘোষিত সূচি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান নাজাম শেঠির আবেদনে এই বৈঠক ডাকা হয়েছে। আর এই বৈঠকেই ঠিক হয়ে যাবে যে, এশিয়া কাপ পাকিস্তানে হবে নাকি কোনও নিরপেক্ষ ভেনুতে।

আরও পড়ুন-বিশ্বকাপের জন্য তৈরি আমরা: দীপ্তি

দ্বিতীয়টির সম্ভাবনাই বেশি বলে মনে করছে ক্রিকেটমহল। এসিসি প্রধান ও বিসিসিআই সচিব জয় শাহ আগেই জানিয়েছিলেন যে, এশিয়া কাপ পাকিস্তানে হবে না। হবে কোনও নিরপেক্ষ ভেনুতে। যা নিয়ে তীব্র অসন্তোষ জানিয়েছিলেন পিসিবি কর্তা শেঠি। তাঁর আগে পিসিবি প্রধান ছিলেন রামিজ রাজা। ক্ষোভ জানিয়েছিলেন তিনিও। গত বছর এই টুর্নামেন্ট বয়েছিল আরব আমিরশাহিতে। এবারও সেখানেই শেষমেশ এশিয়া কাপ হবে বলে অনেকের ধারণা। তবে নিরপেক্ষ ভেনু হিসাবে কাতারও টুর্নামেন্ট করার আগ্রহ দেখাচ্ছে। সেখানে কয়েকটি টুর্নামেন্ট হয়েছে। তবে এবারের এশিয়া কাপ যেহেতু পাকিস্তানেরই করার কথা ছিল, তাই পিসিবি লড়াই ছাড়বে না বলে অনেকে মনে করছেন। এর আগে একতরফাভাবে পাকিস্তানে এশিয়া কাপ হবে না ঘোষণা করে দিয়ে পাক ক্রিকেট বোর্ডের তোপের মুখে পড়েছিলেন এসিসি কর্তারা।

Latest article