সংবাদদাতা, সাগরদিঘি : মনোনয়নপত্র জমা দেওয়ার পরের দিনই নির্বাচনী জনসভা শুরু করে দিলেন সাগরদিঘির (Sagardighi By Poll) তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। শনিবার সাগরদিঘির (Sagardighi By Poll) রতনপুর মাঠে আয়োজিত কর্মিসভায় উপস্থিত হয়ে প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সাগরদিঘির মানুষ চেয়েছিলেন উপনির্বাচনে ভূমিপুত্র কেউ প্রার্থী হোন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা ভেবেই আমাকে প্রার্থী করেছেন। ফলে দিদির উন্নয়নকে হাতিয়ার করেই ভোটপ্রচারে নামছি।’’ তিনি আরও বলেন, ‘‘ডান-বামের জোটকে মেনে নিচ্ছেন না এখানকার মানুষ। তাছাড়া বিজেপি কোনও ফ্যাক্টরই নয়।’’ এলাকা ঘুরে যে রীতিমতো সদর্থক সাড়া পাচ্ছেন তা এই সভার উপস্থতি দেখেই বুঝতে পারছেন বলে জানান প্রার্থী। এই বিধানসভার ২৫২টি বুথেই প্রচার করবেন বলে জানান তৃণমূল প্রার্থী। কর্মিসভায় যোগ দেন মন্ত্রী আখরুজ্জামান, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, জঙ্গিপুর জেলা তৃণমূল চেয়ারম্যান কানাই মণ্ডল, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, বহরমপুর জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহরায়, জেলা সভাধিপতি সামসুজ্জোহা বিশ্বাস, বিধায়ক জাকির হোসেন, আমিনুল ইসলাম, মহম্মদ আলি, ইদ্রিস আলি, আশিস মার্জিত, ইমানি বিশ্বাস-সহ দলীয় নেতৃত্ব। কর্মিসভায় সাধারণ মানুষের জমায়েত ছিল চোখে পড়ার মতো। প্রয়াত বিধায়ক সুব্রত সাহার থেকে অনেক বেশি ভোটে দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে জেতানোই এখন নেতা-কর্মীদের লক্ষ্য। মুখ্যমন্ত্রীর হাত আরও শক্ত করার ডাক দিয়ে জোড়াফুলে ভোট দেওয়ার আবেদন জানান মন্ত্রী-সহ তৃণমুল নেতৃত্ব।
আরও পড়ুন-কোনও ‘দাদা’র তল্পিবাহক হয়ে পঞ্চায়েত ভোটে প্রার্থী হওয়া যাবে না, সাফ কথা অভিষেকের