নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি : ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার জন্য কড়া শাস্তির মুখে পড়লেন দীপা কর্মকার। ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি (আইটিএ) দীপাকে ২১ মাসের জন্য নির্বাসিত করেছে।
শনিবার এই শাস্তি সরকারিভাবে ঘোষণা করা হলেও, তার মেয়াদ শুরু হয়েছিল ২০২১ সালের অক্টোবর মাস থেকে। ফলে ২০২৩ সালের জুলাই পর্যন্ত এই শাস্তি কার্যকর থাকবে। ফলে আর পাঁচ মাস পরেই নির্বাসন থেকে মুক্তি পাবেন দীপা। যদিও আশার কথা, ২০২৪ প্যারিস অলিম্পিকের আগেই দীপার নির্বাসন উঠে যাচ্ছে। ডোপ টেস্টে দীপার নমুনায় হাইজিনামিন নামের একটি নিষিদ্ধ ড্রাগ পাওয়া গিয়েছিল। এরপর দ্বিতীয় টেস্টেও দীপার নমুনায় একই ড্রাগ পাওয়া যায়। এই ড্রাগ ফুসফুসে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করে থাকে।
আরও পড়ুন-প্রতিরক্ষায় আমদানি
এদিকে, এদিনই সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে দীপা জানিয়েছেন, ‘‘আমাকে দুই বছরের জন্য নির্বাসিত করা হয়েছে, এই খবর সঠিক নয়, জুলাই থেকে ফের ফ্লোরে ফিরব। দুর্ভাগ্যজনকভাবে ২০২১ সালের অক্টোবরে ডোপ টেস্টে আমার নমুনায় নিষিদ্ধ ড্রাগ পাওয়া গিয়েছিল। কিন্তু শরীরে কীভাবে এই ড্রাগ ঢুকেছে, তা আমার অজানা। খেলোয়াড় জীবনে কোনও দিনই আমি নিষিদ্ধ ড্রাগ ব্যবহার করার কথা চিন্তা করিনি। আগামী দিনে আরও সতর্ক থাকব যাতে আমাকে বা দেশকে বদনাম হতে না হয়।’’