প্রতিরক্ষায় আমদানি

তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ দীপক অধিকারীর লিখিত প্রশ্নের জবাবে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় ভাট।

Must read

মুখে আত্মনির্ভর ভারতের কথা বললেও কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান থেকে স্পষ্ট, বিগত দুটি অর্থবর্ষে সবচেয়ে বেশি পরিমাণে প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করেছে মোদি সরকার। তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ দীপক অধিকারীর লিখিত প্রশ্নের জবাবে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় ভাট।

আরও পড়ুন-আজ আরও সতর্ক জুয়ান

কোন দেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করা হয়েছে সেই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে পক্ষান্তরে তিনি অনেক দেশের নাম জানিয়ে বলেছেন, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, স্পেনের মতো দেশগুলি থেকে প্রতিরক্ষার সরঞ্জাম আমদানি করে ভারত। আমদানি করা সামগ্রীর মধ্যে রয়েছে হেলিকপ্টার, এয়ারক্রাফ্ট রাডার, রকেট, বন্দুক, অ্যাসল্ট রাইফেল, মিসাইল এবং নানা রকমের যুদ্ধাস্ত্র। কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি পরিমাণে আমদানি হয়েছে ২০২০-২১ অর্থবর্ষে, যার মূল্য ৪৩,৯১৬.৩৭ কোটি টাকা। ২০২১-২২ অর্থবর্ষে আমদানি করা হয়েছে ৪০,৮৩৯.৫৩ কোটি টাকার সামগ্রী। অন্যদিকে ২০১৯-২০ অর্থবর্ষে ৪০,৩৩০.০২ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করা হয়।

Latest article