হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট (Hindenburg Research Report) সামনে আসার পর যথেষ্ট বিপাকে পড়েছেন নরেন্দ্র মোদি-ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani)। ওই রিপোর্টের প্রেক্ষিতে শুধু আদানিদের নয়, গোটা দেশের ক্ষতি হয়েছে। তাই আদালতের (Supreme Court) তত্ত্বাবধানে এই ঘটনার তদন্ত হওয়া উচিত। এ ব্যাপারে শীর্ষ আদালত একটি কমিটি তৈরি করুক। ওই কমিটি হিন্ডেনবার্গের (Hindenburg Research Report) অভিযোগগুলি খতিয়ে দেখবে। এই দাবিতে মামলা দায়ের করেছিলেন আইনজীবী এমএল শর্মা এবং বিশাল তিওয়ারি। শুক্রবার ওই আবেদনের শুনানি হবে সর্বোচ্চ আদালতে। প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলাটির দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন বিশাল। সেই আর্জি মেনে নিয়েছেন চন্দ্রচূড়। অন্যদিকে এই রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত, এমনই অভিযোগ জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। শুক্রবার শীর্ষ আদালতে ওই আবেদনটিরও শুনানি হবে।