জামশেদপুরের কাছেও আটকে গেল মোহনবাগান

মোহনবাগান ০ জামশেদপুর ০

Must read

প্রতিবেদন : লিগের দশ নম্বর দল জামশেদপুর এফসি-র কাছেও আটকে গেল মোহনবাগান (Mohun Bagan- Jamshedpur)। বেঙ্গালুরু এফসি-র কাছে হারের পর ড্যানিয়েল চিমা চুকুদের সঙ্গে ম্যাচ গোলশূন্য ড্র করে প্লে-অফের লড়াই কঠিন করে ফেলল জুয়ান ফেরান্দোর দল। ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে মোহনবাগান। দুই দলই সুযোগ নষ্টের প্রদর্শনীতে মাতল। কিন্তু বাগানের রক্ষাকর্তা ছিলেন গোলকিপার বিশাল কাইথ। একাই অন্তত নিশ্চিত চারটি গোল বাঁচালেন তিনি। হুগো বুমোসের অভাব বোঝা গেল।
আরও চাপ বাড়ল মোহনবাগান কোচ জুয়ানের উপর। ম্যাচে তুল্যমূল্য লড়াই হলেও। দু’দলই সুযোগ নষ্ট করায় এগিয়ে যেতে পারেনি।
প্রথমার্ধে জামশেদপুরের অ্যাটাকিং থার্ডে নাগাড়ে চাপ বাড়ালেও গোলমুখ পুরোপুরি খুলতে পারেনি মোহনবাগান। তার মধ্যেই বার দু’য়েক গোল করার মতো পরিস্থিতি তৈরি করে ফেলেছিল জুয়ানের দল। কিন্তু দিমিত্রি, কিয়ানরা সুযোগ কাজে লাগাতে পারেননি।

আরও পড়ুন: জনবিরোধী বাজেট নিয়ে ক্ষোভ তুলে ধরল তৃণমূল

বিরতির ঠিক আগে সহজতম সুযোগটা অবশ্য নষ্ট করে জামশেদপুর (Mohun Bagan- Jamshedpur)। হ্যারিসনের পাস থেকে ফাঁকায় বল পেয়ে তা জালে জড়াতে পারেননি বরিস সিং। দ্বিতীয়ার্ধে কার্ল ম্যাকহিউয়ের জায়গায় নবাগত স্লাভকো দামজানোভিচকে নামিয়ে রক্ষণ জমাট রাখার চেষ্টা করেন মোহনবাগান কোচ। পাশাপাশি কিয়ানকে তুলে ফারদিন আলি ও মনবীরের জায়গায় লিস্টন কোলাসোকে নামান। কিন্তু তাতেও ছবিটা বদলায়নি। দিমিত্রি, হ্যামিলরা ফাঁকায় বল পেয়েও গোল করতে পারেননি। জামশেদপুরও শেষ লগ্নে সহজ সুযোগ হাতছাড়া করে। চিমা চুকু গোলকিপারের সঙ্গে হ্যান্ডশেকের দূরত্বে গোল করতে পারেননি।

Latest article