দুই এক্কে দুই

হিন্দি ছবির পালে হাওয়া লাগলেও বাংলা ছবির কদর কমেনি এতটুকু। তারই প্রমাণ মিলল। আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে একইসঙ্গে দু-দুটো বাংলা ছবি। একটি নতুন পরিচালক পরমা নেওটিয়ার ছবি ‘মিথ্যে প্রেমের গান’ এবং অপরটি সায়ন্তন ঘোষালের ছবি ‘এলএসডি লাল স্যুটকেসটা দেখেছেন’। শেষ ছবিটির রিলিজ খানিকটা অনিশ্চিত ছিল কিন্তু জট আপাতত কেটেছে। কেমন দর্শক টানবে ছবি দুটি, এখন শুধু সেই অপেক্ষা। লিখছেন শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী

Must read

আবার শাহরুখ-ঝড়ে আক্রান্ত দেশ-বিদেশ, অলিগলি, রাজ্য। ‘পাঠান’ দেখানো হচ্ছে যে প্রেক্ষাগৃহে সেখানে অন্য ছবি দেখানো হবে না এমনটা কানে আসছে। এটা নাকি মানতে পারছে না টলি ইন্ডাস্ট্রি। প্রশ্ন হল ‘পাঠান’-এর পাঁচ দিনে ২৫০ কোটির বাজারে বাংলা ছবি কি তবে কোণঠাসা? বিগত বছরে বাংলা ছবিগুলো কিন্তু সে-কথা বলছে না। সিনেমাপ্রেমীরা উপহার পেয়েছেন অনেকগুলো মনে রাখার মতো ছবি। বাংলা ছবির তো চিরকাল একটা আলাদা দর্শক ছিল। দেশে-বিদেশে বাংলা ছবির কদরের কথা কে না জানে! এ-বছরের শুরু থেকেও তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। তার আরও হাতে-গরম প্রমাণ হল আজ একইসঙ্গে একই দিনে দু-দুটো বাংলা ছবি রিলিজ করছে। দুটি ছবিই ভিন্নধর্মী। প্রথম ছবিটি হল পরিচালক পরমা নেওটিয়ার ‘মিথ্যে প্রেমের গান’ এবং দ্বিতীয় ছবিটি হল সায়ন্তন ঘোষালের ‘এলএসডি লাল স্যুটকেসটা দেখেছেন’ (LSD (Laal Suitcase Ta Dekhechen?))। যদিও ‘এলএসডি’র মুক্তি নিয়ে বিপাকে পড়েছিলেন এই ছবির প্রযোজক এবং পরিচালক। জানা গেছিল বুধবার বিকেল অবধি সেন্সর বোর্ডের ছাড় পায়নি এই ছবি। তাই বৃহস্পতিবার সোহম এন্টারটেইনমেন্ট এবং টিম এলএসডির পক্ষ থেকে জানানো হয় যে নির্ধারিত দিনে ছবিটি মুক্তি পাচ্ছে না। যদিও সোহম সাংবাদিকদের পরে জানিয়েছেন, সার্টিফিকেট তাঁরা হাতে পেয়েছেন অবশেষে শুক্রবারই মুক্তি পাচ্ছে, কিন্তু দেরির কারণে নন্দনে আর রিলিজ করবে না এই ছবি। এই বিষয় ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে অযথা সেন্ট্রালের তরফে বারংবার সিনেমার গায়ে রাজনৈতিক রং লাগানো হচ্ছে। আমাদের ইন্ডাস্ট্রি অরাজনৈতিক।’ যা-ই হোক সমস্যার জট আপাতত কেটেছে।

মিথ্যে প্রেমের গান ( Mitthye Premer Gaan)
সামনেই ‘ভ্যালেন্টাইন ডে’। প্রেমদিবসের প্রাক্কালে এক মিউজিকাল জার্নি ‘মিথ্যে প্রেমের গান’। এই ছবিটি দিয়েই ডেবিউ করতে চলেছেন পরিচালক পরমা নেওটিয়া।
যদিও পরমার পরিচয় এর চেয়ে কিছু বেশি। অম্বুজা নেওটিয়া গ্রুপের কর্ণধার হর্ষবর্ধন নেওটিয়ার একমাত্র কন্যা হলেন পরমা নেওটিয়া। এই ছবিটির প্রযোজনাও করেছেন পরমা নেওটিয়ার প্রযোজনা সংস্থা ‘নিও স্টোরিজ’। নতুন মহিলা-পরিচালকের প্রথম ছবি নিঃসন্দেহে কৃতিত্বের দাবিদার।
গল্পটা খানিকটা চেনা আবার বেশ খানিকটা অচেনা। ছবিটি ত্রিকোণ প্রেমের টানাপোড়েন, দ্বন্দ্ব, যন্ত্রণার, না-পাওয়ার, হেরে যাওয়ার আবার জিতে যাওয়ারও। প্রায় এগারোটা ট্র্যাক রয়েছে ছবিতে যা বেশ মৌলিক। অভিনেতা অণির্বাণ ভট্টাচার্য মুখ্যচরিত্রে। যাঁকে আমরা সারাক্ষণ রিয়্যালিস্টিক চরিত্রে অভিনয় করতে দেখি। বাস্তবের চেনা চরিত্র বা কালজয়ী সাহিত্যের চরিত্রেরা তাঁর অভিনয়ে জীবন্ত হয়ে উঠেছে এতদিন। ‘মিথ্যে প্রেমের গান’ নিঃসন্দেহে এমন একটা ছবি যা অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের কেরিয়ারে এক নতুন ছন্দ নিয়ে আসতে চলেছে।
অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের সম্প্রতি সাড়া ফেলেছিন তাঁর পরিচালিত প্রথম ছবি ‘বল্লভপুরের রূপকথা’র মাধ্যমে। তাঁর ওয়েব প্রজেক্ট ‘মন্দার’ও যথেষ্ট চর্চিত। এবার আবার এই ছবিটির মাধ্যমে অভিনয়ে ফেরা। এক নতুন লুকে, নতুনভাবে তাঁর অভিনয়ে হাতেখড়ি বলা যায় এই ছবিতে। ক্লাসিকাল রোম্যান্টিসিজমের ওপর ভিত্তি করে তৈরি ছবিটি। সিনেমায় অনির্বাণের চরিত্রের নাম অভীক। পেশায় সংগীত শিল্পী, গীতিকার। অপর দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় চরিত্রে রয়েছে অভিনেত্রী ঈশা সাহা এবং অভিনেতা অর্জুন চক্রবর্তী। ঈশার চরিত্রটির নাম অন্বেষা। ছবিতে তিনি একজন সাংবাদিক এবং অজুর্ন অভিনয় করেছেন এক শাস্ত্রীয় সংগীতশিল্পীর চরিত্রে। শাস্ত্রীয় সংগীত আর আধুনিক গানের দ্বন্দ্ব, প্রেম-বিচ্ছেদ সব মিলিয়ে এগোবে ‘মিথ্যে প্রেমের গান’-এর গল্প। ছবির সংগীত পরিচালনায় রয়েছেন কুন্তল দে, রণজয় ভট্টাচার্য ও সৌম্যঋত। ছবিটি দেখে সিনেমাপ্রেমীদের প্রত্যাশা কতটা পূরণ হবে তা সময় বলবে।

আরও পড়ুন-তৃণমূলের শিল্পীদের হয়রানি সেন্সর বোর্ডের, তীব্র প্রতিবাদ

এলএসডি
লাল স্যুটকেসটা দেখেছেন?
কয়েকদিন আগে মিডিয়াতে হঠাৎ রটে গিয়েছিল বিধায়কের স্যুটকেস নাকি হাওয়া! সে আবার কী, কেউ ভাবল ফেক নিউজ, কেউ ভাবল মজা, কেউ-বা ভাবল কোন বিধায়ক রে বাবা! আসলে অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজিত এবং অভিনীত ছবি এলএসডি লাল স্যুটকেসটা দেখেছেন? (LSD (Laal Suitcase Ta Dekhechen?)) এর প্রচারের আকর্ষণ বাড়াতে এমন অভিনব কায়দা করেছিলেন পরিচালক, প্রযোজক। সেই ছবি নিয়ে উৎসাহের অন্ত ছিল না দর্শকের। কী আছে লাল স্যুটকেসের ভিতর? এই প্রশ্নই ঘুরছিল সবার মনে? সেই লাল স্যুটকেসের রহস্যের সমাধান হবে আজ। কারণ আজ মুক্তি পাচ্ছে পরিচালক সায়ন্তন ঘোষালের ছবি ‘এলএসডি লাল স্যুটকেসটা দেখেছেন’। ছবির মুখ্যচরিত্রে রয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী এবং সায়নী ঘোষ। আর আছেন কাঞ্চন মল্লিক-সহ লাবণি সরকার, সুমিত সমাদ্দার, জুন মালিয়া, অভিজিৎ গুহ, সুভদ্রা মুখোপাধ্যায় প্রমুখ।

দুই বন্ধু রূপসা এবং অমর্ত্যর এলএসডি ট্রিপকে ঘিরে রহস্যের ঘনঘটা এবং গল্পের পরতে পরতে উত্তরণ। নেশায় ডুবে থাকা এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে রূপসা পালাতে চাইছিল, খুঁজছিল মুক্তির পথ। কিন্তু কিছুতেই সেই পথ খুঁজে পাচ্ছিল না। যখন তার বিয়ে ঠিক হল সে আরও অস্থির হয়ে ওঠে। সেই সময় হঠাৎই সে তার কলেজের বন্ধু অমর্ত্যর সঙ্গে যোগাযোগ করে। অমর্ত্যও তখন নিয়মের বেড়াজালে বন্দি। তখন রূপসাই তাকে ‘এলএসডি’র ট্রিপ করতে বলে। সেই ট্রিপের রাতে বদলে যায় একসঙ্গে অনেক মানুষের জীবন। তারাও ট্রিপে গিয়ে খুঁজে পায় নিজেদের মধ্যে লুকিয়ে থাকা ভালবাসাকে। রাতের অন্ধকারেই মিলেমিশে একাকার হয়ে যায় প্রেম, আবেগ, যন্ত্রণা— সবকিছু। ডার্ক কমেডি ঘরানার ছবি এটি। ছবির সংগীত পরিচালক স্যাভি এবং চিত্রনাট্য ও গল্প সায়ন দাশগুপ্তের। প্রযোজনা সংস্থা সোহম চক্রবর্তীর ‘সোহমস এন্টারটেইনমেন্ট’। এই ছবিটির আসল মজা হল প্রতিটা শট আসল লোকেশনে গিয়ে শ্যুট করা হয়েছে, কখনও পাবলিক টয়লেট, কখনও-বা পতিতালয়ে। এত ঝক্কি পোহানো পর এখন দেখার ছবিটি দর্শকদের মন জয় করতে কতটা সক্ষম হয়।

Latest article