সংবাদদাতা, বহরমপুর : সুতির গোঠা আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ে ভুয়ো শিক্ষক নিয়োগে সাক্ষীদের প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিআইডি। শুক্রবার মুর্শিদাবাদ জেলার বর্তমান ডিআই, প্রাক্তন ডিআই, স্কুল পরিচালন কমিটির প্রাক্তন সভাপতি-সহ ১০ জনকে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। সিআইডি ডিএসপি শিমুল সরকার বলেন, সুতির গোঠা আজিজুর রহমান বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে হাইকোর্টের নির্দেশে সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন-রাজস্থানে কংগ্রেস সরকারের বেহাল পরিস্থিতি আরও একবার সামনে এল
সমস্ত রিপোর্ট জমা দেওয়া হবে হাইকোর্টে। তবে তদন্তর স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। প্রসঙ্গত, সুতির গোঠা আজিজুর রহমান হাইস্কুলের ভুয়ো শিক্ষকের তদন্তে গত ২১ জানুয়ারি বহরমপুরের ডিআই অফিসে এসেছিলেন সিআইডির পাঁচ প্রতিনিধি। এরপর আরও তিনবার বহরমপুরের শিক্ষা ভবনে এবং সুতির ওই স্কুলে গিয়ে বিভিন্ন শিক্ষক ও পরিচালন কমিটির লোকজনকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। শুক্রবার ফের বহরমপুরমরের শিক্ষাভবনে সুতির ওই স্কুলের ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি অলিউল রহমান-সহ স্কুলের অন্য শিক্ষকদের ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করল সিএইডি।
আরও পড়ুন-বাংলাকে বঞ্চনা, অভিযোগ সংসদে
উল্লেখ্য, অন্যের নিয়োগপত্র, সুপারিশপত্র এবং অনুমোদনপত্র নকল করে স্কুলের শিক্ষকতার চাকরি করছেন সুতির গোঠা এ আর হাইস্কুলের প্রধান শিক্ষকের পুত্র অনিমেষ তেওয়ারি বলে অভিযোগ ওঠে। ওই অভিযোগে গত জানুয়ারি মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশ দেন সিআইডিকে তদন্ত করতে। সেই তদন্তভার নিয়ে গত ২১ জানুয়ারি সিআইডি বহরমপুরের জেলা শিক্ষাভবনে জিজ্ঞাসাবাদ শুরু করে। বর্তমান জেলা বিদ্যালয় পরিদর্শক অমরকুমার শীল এবং প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক পূরবী বিশ্বাস দে-কেও টানা জিজ্ঞাসাবাদ করে সিআইডি। শুক্রবার প্রাক্তন ও বর্তমান ডিআইকে মুখোমুখি বসিয়ে স্কুলের শিক্ষক-সহ পরিচালন কমিটির লোকজনকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।