রাজস্থানে কংগ্রেস সরকারের বেহাল পরিস্থিতি আরও একবার সামনে এল

এদিন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বিধানসভায় ২০২৩-২৪ আর্থিক বছরের বাজেট পেশ করতে গিয়ে গত আর্থিক বছরের বাজেট ভাষণ পড়তে শুরু করেন

Must read

শুক্রবারের এক নজিরবিহীন ঘটনায় প্রমাণ হল, মরুরাজ্যে কংগ্রেস সরকারের বিভিন্ন মন্ত্রকের মধ্যে কোনও সমন্বয়ই নেই। এদিন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বিধানসভায় ২০২৩-২৪ আর্থিক বছরের বাজেট পেশ করতে গিয়ে গত আর্থিক বছরের বাজেট ভাষণ পড়তে শুরু করেন। বাজেটের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে মুখ্যমন্ত্রী কী করে এত বড় মাপের ভুল করলেন তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রীর এই ভুলের প্রতিবাদে বিরোধী দলের সদস্যরা হাউসের ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখান।

আরও পড়ুন-বাংলাকে বঞ্চনা, অভিযোগ সংসদে

ঘটনার জেরে বিধানসভা আধ ঘণ্টার জন্য মুলতবি রাখা হয়। রাজ্যের অর্থমন্ত্রকের দায়িত্ব তাঁর হাতে থাকায় অশোক গেহলট তাঁর সরকারের শেষ বাজেট পেশ করছিলেন। কিন্তু প্রায় ৮ মিনিট ধরে তিনি ২০২২-২৩ আর্থিক বছরের পুরনো বাজেট বলতে থাকেন। ভুল ধরতে পেরে মন্ত্রী মহেশ জোশী তাঁকে জানান যে, তিনি পুরনো বাজেট পড়ছেন। মহেশ জোশীর কথা শুনে গেহলট প্রথমে হেসে ফেললেও কিছুক্ষণের মধ্যেই তিনি কিছুটা বিরক্ত হতে শুরু করেন। এমন পরিস্থিতিতে বিধানসভায় চিৎকার চেঁচামেচি শুরু করেন বিরোধী বিজেপি বিধায়করা।

আরও পড়ুন-পরিশ্রমই এনে দিল সাফল্য

বিধানসভার অধ্যক্ষ সি পি জোশী ৩০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি রাখেন। ঘটনাটি এমন একটি সময়ে ঘটে যখন সকলের চোখ গেহলটের নেতৃত্বাধীন সরকারের দিকে। কারণ এই বছরের শেষের দিকে রাজ্যের নির্বাচনের আগে এটিই তাঁর শেষ বাজেট। পরে মুখ্যমন্ত্রী সভায় এসে ভুলের জন্য ক্ষমা চান। কিন্তু বিরোধীদের বিক্ষোভের মুখে সভা এদিনের মতো পণ্ড হয়ে যায়।

Latest article