পরিশ্রমই এনে দিল সাফল্য

ইনা স্নাতক হওয়ার পর ২০১৪ সাল থেকে একাধিক চাকরির পরীক্ষা দিতে দিতে অবশেষে ২০২৩ সালে টেট পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম।

Must read

প্রতিবেদন : মা ও বাবাকে হারানো মেয়েটাই টেট পরীক্ষায় প্রথম। শুক্রবার প্রকাশিত টেট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলেন বর্ধমানের ইনা সিংহ। ২০১৪ সালে বর্ধমান গোবিন্দপুর কলেজ থেকে ইংরেজি অনার্স নিয়ে পাশ করেন ইনা। টেটে ইনার প্রাপ্ত নম্বর ১৩৩। দ্বিতীয় স্থান পেয়েছেন হুগলির আরামবাগের মৌনীষা কুণ্ডু।

আরও পড়ুন-ক্যানসার রুখতে উদ্যোগ

ইনা স্নাতক হওয়ার পর ২০১৪ সাল থেকে একাধিক চাকরির পরীক্ষা দিতে দিতে অবশেষে ২০২৩ সালে টেট পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম। টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে ইনা জানান, পরিশ্রমই আমাকে আজ সাফল্য এনে দিয়েছে। আমি খুশি। শিক্ষক হয়ে আমি নতুন ভাবনায় ছাত্রছাত্রী তৈরি করব। গড়ব ভাল সমাজ। পাশাপাশি, ফল প্রকাশ হতেই খুশির হাওয়া হুগলি জেলার আরামবাগে মৌনীষা কুণ্ডুর বাড়িতে খুশির উৎসব। এবারের ফল প্রকাশের পর দেখা গিয়েছে, প্রথম দশে রয়েছেন ১৭৭ জন। মৌনীষা ছাড়া আরও তিনজন রয়েছেন তৃতীয় স্থানে। এবং চতুর্থ স্থানে রয়েছেন চারজন। পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছেন, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এই পরীক্ষা হয়েছে। মেধাবীরাই উত্তীর্ণ হয়েছেন।

Latest article