প্রতিবেদন : কয়েকদিন আগেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় আগরতলায় রোড শো করে প্রচারে ঝড় তুলে দিয়েছেন। তার রেশ কাটতে না কাটতেই শুক্রবার আবার অভিষেক বন্দোপাধ্যয়ের জোড়া সভা৷ উপচে পড়া ভিড় সভায়। এর বাইরে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-নেত্রী ২৮টি কেন্দ্রের প্রতিটি ব্লক দলীয় প্রার্থীদের জন্য চষে ফেলছেন। বার্তা একটাই এক লড়াইয়ে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না কাউকে। হাতে আর মাত্র ৬টা দিন। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রচার করা যাবে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। তাই এখন নাওয়া-খাওয়ার সময় নেই দলের নেতা-কর্মীদের। সব ফেলে এখন সকাল থেকে রাত শুধুই দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার। মিছিল-মিটিং তো আছেই, সঙ্গে রয়েছে ডোর টু ডোর ক্যাম্পেন। সব মিলিয়ে ভোটের মেজাজ তুঙ্গে ত্রিপুরায়।
আরও পড়ুন-হলদিয়ায় ঝড় তুলে প্রচার তৃণমূলের
আগামী সপ্তাহে আবারও ত্রিপুরায় প্রচারে যাবেন অভিষেক। যাবেন অন্যান্য নেতা-নেত্রীরাও। একাধিক কেন্দ্রে শুধু প্রচারসভা নয়, হবে রোড-শো, পথসভা। ডবল ইঞ্জিন সরকারের গত পাঁচ বছরের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, বর্তমান সরকারের পরিবর্তন। তাই ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরাবাসীর জন্য গুরুত্বপূর্ণ দিন। ত্রিপুরাবাসীর জন্য একমাত্র বিকল্প তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস জিতলে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা সব প্রকল্প ত্রিপুরাতেও হবে। দলের শীর্ষ নেতৃত্ব ঘোষণা করেছেন, ত্রিপুরা চালাবে ভূমিপুত্ররাই। ফলে সবদিক থেকেই উৎসাহিত তৃণমূল কংগ্রেসের নেতা – কর্মীরা।