সংবাদদাতা, মালদহ : কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতির জেরে মালদহের মহদিপুর আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্য কেন্দ্র দিয়ে অনিয়মিত হচ্ছে আমদানি-রফতানি। আর আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার বাড়াতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। ইন্দো-বাংলা দুই দেশের ব্যবসায়ী সংগঠন এবং ডেপুটি কমিশনার ও প্রশাসনের উদ্যোগে শুক্রবার দুপুরে এক বৈঠক অনুষ্ঠিত হয় মালদহে। মালদহের ইংরেজবাজার ব্লকের মহদিপুর এলাকায় আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত কেন্দ্রেই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন-চা-শ্রমিকদের জমির অধিকার
কেন্দ্রীয় সীমান্ত সুরক্ষা বাহিনী ও জেলা প্রশাসনের তদারকিতে ভারত এবং বাংলাদেশের আমদানি রফতানিকারকেরা এদিনের এই বৈঠকে অংশ নেন। সেখানেই আগামীতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ব্যবস্থা মজবুত করতে বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী আদান-প্রদানে জোর দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশে কর্মরত ভারতের ডেপুটি কমিশনার মনোজ কুমার, মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাক মহদিপুর সি এন্ড এফ-এর সম্পাদক প্রসেনজিৎ ঘোষ প্রমুখ।