চা-শ্রমিকদের জমির অধিকার

মুখ্যমন্ত্রীর উদ্যোগে পাহাড়ের চা-শ্রমিকেরা পেতে চলেছে জমির অধিকার। চলতি মাসেই পাহাড় সফরে আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : মুখ্যমন্ত্রীর উদ্যোগে পাহাড়ের চা-শ্রমিকেরা পেতে চলেছে জমির অধিকার। চলতি মাসেই পাহাড় সফরে আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রশাসনসূত্রে খবর, তখনই তিনি জমির পাট্টা তুলে দেবেন পাহাড়বাসীর হাতে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কলকাতায় বৈঠক করেন জিটিএ-র চিফ এক্সিকিউটিভ অফিসার অনিত থাপা। শুক্রবার শিলিগুড়ি ফিরে আসেন তিনি।

আরও পড়ুন-বইমেলায় এবার আকর্ষণ জাগোবাংলার স্টলের ঠাকুর দালান

এদিন সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে অনিত থাপা বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে ইতিবাচক বৈঠক হয়েছে। আমরা বিভিন্ন দাবি জানিয়েছি। দার্জিলিং চা-শ্রমিকদের জমির অধিকারের দাবিও জানানো হয়েছে। মানবিক মুখমন্ত্রী এই সমস্যার সমাধান করবেন বলে কথা দিয়েছেন। এ ছাড়াও কালিম্পং ডিআই ফান্ড মার্কেটের বিষয়ে আলোচনা হয়েছে। উল্লেখ্য, গোর্খা জনমুক্তি মোর্চা বারবার পাহাড়ের স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছে। কিন্তু পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমস্যা সমাধানের নামে বিজেপির মদতে পাহাড়বাসীকে বিপথে চালনা করছে বিমলরা। কিন্তু রাজনৈতিক সমস্যা সমাধান আসলে কী তা তারা নিজেরাই জানেনা। অনিতা থাপা জানান, পাহাড়ে সার্বিক উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে। দার্জিলিংয়ের মানুষ এখনও ভূমির অধিকার, পাট্টা পায়নি। দার্জিলিঙের পাহাড়ের চা-শ্রমিকের জমির অধিকার নেই। পাহাড়ে ফিরেই পাহাড়বাসী বিশেষ চা-বলয়ের শ্রমিকদের জমির অধিকার প্রদানের প্রক্রিয়া শুরু হবে।

Latest article