আন্তর্জাতিক কলকাতা বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে বেশকিছু নতুন বই। গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, প্রবন্ধ, নাটক ইত্যাদি বিষয়ের। তালিকায় বিখ্যাত লেখকরা যেমন আছেন, তেমন আছেন কম পরিচিত লেখকরাও। সৃষ্টির উপাচারে প্রত্যেকেই ভরিয়ে তুলেছেন এবারের বইমেলাকে। গুণগতমানের ভিত্তিতে কিছু বই পেয়েছে পাঠকপ্রিয়তা।
আরও পড়ুন-বাংলা ভাগ! তালাবন্ধ করে রাখুন
দে’জ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে শংকর-এর ‘মিস্টার অ্যান্ড মিসেস চ্যাটার্জি’। জনপ্রিয়তা লাভ করেছে ‘চৌরঙ্গী’র লেখকের এই বইটি। তিনি তুলে ধরেছেন একটি বিশেষ সময়কে। বলেছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদার কথা। আশ্চর্য এক লেখা। বেস্টসেলারের তালিকায় আছে বেশ উপরের দিকে। সাহিত্যিক স্বয়ং উপস্থিত থেকেছেন মেলায়। সৌজন্য বিনিময় করেছেন বইপ্রেমীদের সঙ্গে। মিটিয়েছেন অটোগ্রাফ শিকারিদের আবদার।
আরও পড়ুন-বিস্ফোরক অমর্ত্য, কেন্দ্রের নীতি অপছন্দ, তাই শুরু হয়রানি
পাশাপাশি হইহই করে বিক্রি হচ্ছে সমরেশ মজুমদারের নতুন উপন্যাস ‘উজাড়’। সরাসরি পাণ্ডুলিপি থেকে বই। প্রকাশক পত্রভারতী। কাহিনির উপর আলো ফেলা যাক। চাকরি পেয়ে কমল পৌঁছে গেছে লস অ্যাঞ্জেলস শহরে। অফিসে বাঙালি সহকর্মী দেখে স্বস্তি। শিবকুমার ও দিশার সঙ্গে আলাপ ও ঘনিষ্ঠতা। বদলি ঠেকাতে লাস ভেগাস গিয়ে দিশাকে কমল মিথ্যে বিয়ে করে ফেলল। এদিকে দেশে কমলের বাবা পাত্রী ঠিক করে ফেলেছেন। জানাজানি, ভুল বোঝাবুঝি। মেয়েটি আত্মহত্যা করতে যায়। ওদিকে আবার দিশাকে পছন্দ করতে এনআরআই পাত্র এসে হাজির অ্যাঞ্জেলসে। দিশা চায় না। তার ডাকে কমল চলে আসে ফ্ল্যাটে। হবু বর বিদায় নেয়। কমল এবার কোম্পানির ভারতীয় শাখায় জয়েন করবে। ওকে ফিরতে হবে। শেষপর্যন্ত কী হয় কমলের, জানার জন্য পড়তে হবে বইটি। মেলায় সাহিত্যিক ভাববিনিময় করেছেন পাঠকদের সঙ্গে।
মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত হয়েছে প্রচেত গুপ্তর ‘একটি সংক্ষিপ্ত হত্যা রহস্য’। গল্পের বই। আছে এগারোটি ভিন্ন স্বাদের লেখা। তার মধ্যে তিনটি গোয়েন্দা গল্প। একটি নিজেকে হারিয়ে ফেলার জটিল মনস্তাত্ত্বিক রহস্য কাহিনি। সাগর লেখকের প্রিয় চরিত্র। এই চরিত্রকে নিয়ে আছে তিনটি মন ভাল করা গল্প। এ ছাড়াও আছে সম্পর্কের এবং আনন্দের আত্মগল্প। যার মধ্যে লুকিয়ে আছে জীবনের আলোমাখা সত্য। বইটি উৎসর্গ করা হয়েছে কুণাল ঘোষকে। দুর্দান্ত বিক্রি।
আরও পড়ুন-কোচবিহারের মাথাভাঙা কলেজ মাঠ উপচে পড়ল জনস্রোতে
পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে জয়ন্ত দে-র নতুন উপন্যাস ‘রক্তাক্ত জন্মদিন’। জানা গেছে লেখাটি আগে কোথাও প্রকাশিত হয়নি। সরাসরি পাণ্ডুলিপি থেকে বই। কী আছে কাহিনিতে? জন্মদিনের পার্টিতে মৃত্যু হয় একটি ছেলের। সেই ভয়ঙ্কর ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে তার বন্ধু, নাবালক কিছু ছেলেমেয়ে। তাদের পরিবার, পুলিশ, মিডিয়া ও নাগরিক সমাজের কথা কোলাজ করেই গড়ে উঠেছে এই উপন্যাস। শিহরন- জাগানো উপন্যাসে বাস্তব আর কল্পনা মুখোমুখি দাঁড়িয়ে। বইটি আছে পাঠকদের পছন্দের তালিকায়।
সাড়া জাগিয়েছে পত্রভারতীর আরও একটি উপন্যাস। ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়ের ‘আলোর মানুষ’। উপন্যাসটি ইতিহাস সুরভিত। সময়কাল পনেরো ও ষোলো শতক। পটভূমি বিস্তীর্ণ বঙ্গদেশ এবং ওড়িশা। বিশ্বম্ভর, নিমাই হয়ে চৈতন্যদেব। এই কাহিনি জীবনী নয় প্রেম-বিরহ-নিবেদন-উত্তরণের এক সম্পূর্ণ উপন্যাস।
আরও পড়ুন-মৃত্যু বেড়ে ২৫ হাজার, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১০ দিনের শিশু
তিলোত্তমা মজুমদারের ‘অভ্রমেঘের জল’। প্রকাশক মিত্র ও ঘোষ। কাহিনির কেন্দ্রে শ্যামলী। কলেজে পড়ার ইচ্ছা ছিল তার। লুকানো প্রেম ছিল দাদার বন্ধু সজলের প্রতি। কিন্তু ঘটনাক্রমে হয়ে গেল রতনের বউ। রুখে দাঁড়াল শ্বশুরের অত্যাচারের বিরুদ্ধে। সাহসী করে তুলল স্বামী এবং শাশুড়িকে। একদিন নিজেকে সঁপে দিতে চাইল সজলের কাছে। উপন্যাস জুড়ে রয়েছে ঘটনার ঘনঘটা। পেয়েছে পাঠকদের ভালবাসা।
সাহিত্য সংসদের নতুন বই দীপান্বিতা রায়ের ‘বড়মার বাক্স’। এতে আছে রেনো আর বেটোর অ্যাডভেঞ্চার। এই দুই চরিত্রের সঙ্গে আগেই পরিচয় ঘটেছে পাঠকদের। এবারের লেখাটিও জমে গেছে। বিক্রি হচ্ছে ভালই।
আরও পড়ুন-রাজভবনে সুকান্ত ক্ষমা চাইতেই গিয়েছিলেন
আরও একটি বই পাঠকরা সংগ্রহ করছেন। সেটা হল সবিতেন্দ্রনাথ রায় বা ভানুবাবুর‘’বই-ই জীবন বই-ই জগৎ’। গল্প-উপন্যাস নয়, এই বই লেখকের আত্মজীবনী। জীবনের সঙ্গে মিশে গিয়েছে বইপাড়ার গুরুত্ব, ভৌগোলিক অবস্থান এবং দুই শতাব্দীব্যাপী ঐতিহ্যের কথা। সেইসঙ্গে আছে পরিচিত লেখক, শিল্পী, প্রুফরিডার, প্রেসমালিক, দপ্তরিদের কথাও। প্রকাশক মিত্র ও ঘোষ।