গতকাল বিকেল থেকেই বুকে ব্যথা হচ্ছিল। ঘাম হচ্ছিল। উডল্যান্ডস হাসপাতাল (Woodlands hospital) ভর্তি হয়েছিলেন রাজ্যের পর্যটন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী এবং বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়৷ ইসিজি-তে হৃদযন্ত্রে সামান্য সমস্যা ধরা পড়েছে। বাবুলের হৃদযন্ত্রের সমস্যা ওষুধেই ঠিক হয়ে যাবে বলে আশাবাদী চিকিৎসকরা। আজ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা।
বাবুলের শারীরিক সমস্যার কথা জেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকেই বাবুলের শারীরিক অবস্থার খোঁজ নেন। উডল্যান্ডস হাসপাতালের তরফে বুলেটিনে জানানো হয়েছে, বুকে ব্যথা এবং শরীরে অস্বস্তি নিয়ে এদিন হাসপাতালে আসেন রাজ্যের তথ্যপ্রযুক্তি এবং পর্যটন মন্ত্রী। চিকিৎসক সপ্তর্ষি বসু এবং হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে তিনি ভর্তি হন।
বাবুলের ইকো কার্ডিওগ্রাফি রিপোর্ট স্বাভাবিক। ইসিজি রিপোর্টে কিছু সমস্যা রয়েছে। করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অ্যাঞ্জিওগ্রাফিতে বাবুলের হৃদযন্ত্রে কিছু সমস্যা ধরা পড়ে। সেই সমস্যা ওষুধে ঠিক হবে বলেই জানিয়েছেন চিকিৎসকরা।