সুপারিশ প্রত্যাহার এসএসসির

চাকরি হারানোর মুখে মোট ৮০৫ জন শিক্ষক ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে।

Must read

প্রতিবেদন : একদিকে যখন সিঙ্গল বেঞ্চের নবম-দশমের চাকরি বাতিলের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, ঠিক তখনই ৬১৮ জনের চাকরির সুপারিশ বাতিল বা প্রত্যাহার করে নিল স্কুল সার্ভিস কমিশন। চাকরি হারানোর মুখে মোট ৮০৫ জন শিক্ষক ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে।

আরও পড়ুন-হৃদযন্ত্রে সমস্যা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি বাবুল সুপ্রিয়, ছাড়া পেতে পারেন আজ

এরমধ্যে ৬১৮ জনেরই চাকরির সুপারিশ বাতিলের সিদ্ধান্ত সোমবার সন্ধ্যায় জানিয়ে দিল কমিশন। দ্বিতীয় পর্যায়ে প্রকাশ করা হবে আরও ১৮৭ জনের তালিকা। এই কড়া পদক্ষেপের কথা সোমবার জানিয়ে দিয়েছেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তার আগে নবম-দশমে শিক্ষক নিয়োগ মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। স্থগিত রাখা হল রায়দানও। বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি বসুর নির্দেশের প্রেক্ষিতে আলাদাভাবে রায় দেওয়া হবে, সোমবার জানিয়েছে ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন-‘কে প্রার্থী মনে রাখার দরকার নেই, সমস্ত আসনে মমতাই প্রার্থী’, ত্রিপুরায় বাংলার উন্নয়নের মডেল তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

চাকরি হারানো প্রার্থীরা দুই বিচারপতির নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে দ্বারস্থ হয়েছিলেন ডিভিশন বেঞ্চের। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সোমবার মামলাটি শুনানির জন্য ওঠে। শুনানি শেষ হয় এদিনই। এসএসসি নিযুক্ত ৯৫২ জনের বিরুদ্ধে উঠেছিল ওএমআর শিট বিকৃত করে চাকরি নেওয়ার অভিযোগ। মামলা প্রথমে ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। পরে তা হস্তান্তরিত হয় বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চে।

Latest article