প্রতিবেদন : রাজ্য সরকারের বার্ধক্য ও বিধবা ভাতা প্রকল্পে দু’লক্ষের বেশি নতুন উপভোক্তার নাম যুক্ত করা হয়েছে। এই পর্যায়ে বার্ধক্য ভাতায় নাম উঠেছে ১ লক্ষ ৮ হাজার ২০১ জনের। ১ লক্ষ ২ হাজার ৬৬৩ জন মহিলার নাম বিধবা ভাতায় অর্ন্তভুক্ত করা হয়েছে। আধার সংযোগ সহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় ৬৮ হাজারের বেশি নতুন আবেদনকারী চলতি মাস থেকেই বার্ধক্য ভাতা পাবেন। ৩৮ হাজারের বেশি নতুন উপভোক্তাকে চলতি মাস থেকে বিধবা ভাতা দেওয়া হবে। বাকিদের আধার সংযোগের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সেই কাজ সম্পন্ন হলে শীঘ্রই তাঁদের ভাতা দেওয়ার কাজ শুরু হবে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। নতুন নাম যুক্ত হওয়ার ফলে রাজ্যে বার্ধক্য ভাতা উপভোক্তার সংখ্যা ১০ লক্ষ ছাড়াল। অন্যদিকে বিধবা ভাতা প্রকল্পে ৫ লক্ষ ৮৪ হাজারের বেশি মহিলার নাম অন্তর্ভুক্ত হল।
আরও পড়ুন-সুপারিশ প্রত্যাহার এসএসসির
এই প্রকল্পের উপভোক্তারা যাতে নিয়মিত টাকা পান তার জন্য তাঁদের আধার সংযোগের উপর বাড়তি জোর দেওয়া হয়েছিল। দেখা গিয়েছে, বিধবা ভাতা প্রকল্পে ৮০ শতাংশের বেশি উপভোক্তার আধার নম্বর ইতিমধ্যেই যুক্ত হয়েছে। বার্ধক্য ভাতার ক্ষেত্রে আধার সংযুক্তিকরণের হার তুলনামূলকভাবে কম। তবে সব মিলিয়ে এই প্রকল্প রূপায়ণে দেশের মধ্যে ভাল অবস্থান রাজ্যের।