সংবাদদাতা, রামপুরহাট : নিহত তৃণমূল কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। ৪ ফেব্রুয়ারি মাড়গ্রামের হাসপাতাল পাড়ায় বোমায় মৃত্যু হয় নিউটন শেখ ও লাল্টু শেখ নামে দুই তৃণমূল কর্মীর। তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে এদিন মাড়গ্রামে যান শতাব্দী রায়। সঙ্গে ছিলেন দলের রামপুরহাট ২ নম্বর ব্লক সভাপতি সুকুমার মুখোপাধ্যায়।
আরও পড়ুন-বিরোধী দলনেতাকে নো-এন্ট্রি করে দিন : বীরবাহা
তিনি নিহতদের স্ত্রীর সঙ্গে কথা বলেন। এরপর সাংবাদিকদের বলেন, দুটি তরতাজা প্রাণ চলে গিয়েছে। ফলে তাঁদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। নিউটনের বড় মেয়ে রয়েছে। তার চাকরির বিষয়টা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখব। লাল্টুর স্ত্রীর বিষয়েও আলোচনা করব। আর নিহতদের পরিবারের দাবি, দোষীদের শাস্তি হোক। আমি পুলিশের কাছে অনুরোধ করব যে, নিহতদের পরিবার আইনের উপর আস্থা রাখছে। এই ঘটনায় যাদের নাম উঠে আসছে তাদের দ্রুত গ্রেফতার করুন। পুলিশ ইতিমধ্যেই গুরুত্ব দিয়েই তদন্ত শুরু করেছে। নিহত দুই নেতার বাড়ি গিয়ে সমবেদনা জানানোয় দুই পরিবারই আপ্লুত। এভাবে দল পাশে দাঁড়ানোয় পরিবার মনের জোরও পেয়েছে। শতাব্দী বলেছেন, কর্মীরাই সম্পদ। আমরা তাঁদের পাশে থাকব।