মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে নিরাপত্তা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব। বৈঠক থেকে পরীক্ষার নিরাপত্তা নিয়ে সতর্ক করেন মুখ্যসচিব

Must read

প্রতিবেদন : প্রাথমিক টেট পরীক্ষার মতো স্কুলের বোর্ড পরীক্ষায় নিরাপত্তা ব্যবস্থা রাখতে চায় রাজ্য সরকার। সোমবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সামনেই পঞ্চায়েত ভোট। যদিও দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। এরমধ্যেই হতে চলেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা আর মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।

আরও পড়ুন-নিহত তৃণমূল কর্মীর পাশে শতাব্দী

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব। বৈঠক থেকে পরীক্ষার নিরাপত্তা নিয়ে সতর্ক করেন মুখ্যসচিব। বৈঠক থেকে মুখ্যসচিব জেলাগুলিকে সতর্ক করে বলেন, প্রাথমিকের টেটের ধাঁচে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা যেন নেওয়া হয়। পাশাপাশি প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়েও রাজ্যগুলিকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেন মুখ্যসচিব। এই বিষয়ে পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার কথা বলেন মুখ্যসচিব। স্কুলের দুটি বোর্ডের পরীক্ষায় কোনও অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যসচিব। সেক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে এবিষয়ে কৈফিয়ত চাওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

Latest article