প্রতিবেদন : কেন্দ্রের মোদি সরকার দেশবাসীকে কেমন ‘আচ্ছে দিন’ উপহার দিয়েছে ফের তার প্রমাণ মিলল। সোমবার লোকসভায় কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানালেন, ২০১৯ থেকে ২১ অর্থাৎ এই তিন বছরে গোটা দেশে ১ কোটি ১২ লাখ দিনমজুর আত্মঘাতী হয়েছেন। আত্মঘাতী দিনমজুরের সংখ্যাটি যে রীতিমতো ভয় ধরানো তা না বললেও চলে। দিনমজুরদের আত্মহত্যার এই ঘটনাই বলে দিচ্ছে মোদি সরকার কেমন সুশাসন দিচ্ছে দেশবাসীকে।
আরও পড়ুন-আজব কাণ্ড! শাস্তির হুমকি দিয়ে রেল নোটিশ পাঠাল বজরংবলীকে
২০১৯ সালের মার্চ মাস নাগাদ করোনা মহামারী গ্রাস করে দেশকে। প্রবল মন্দার মুখে পড়ে মোদির ভারত। করোনাজনিত কারণে বহু মানুষ তাঁদের কাজ হারান। পরবর্তী ক্ষেত্রে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও হাজার হাজার মানুষ আর তাঁদের কাজ ফিরে পাননি। সে কারণেই তাঁরা আত্মহত্যার মতো চরম পথ বেছে নিয়েছেন।
আরও পড়ুন-২ বিচারপতির শপথ
কেন্দ্রীয় শ্রমমন্ত্রী এদিন লোকসভায় জানিয়েছেন, ২০১৯-২১ এই তিন বছরে দেশের ৬৬৯১২ জন গৃহবধূ, ৫৩৬৬১ জন স্বনিযুক্ত ব্যক্তি এবং ৪৩৪২০ জন বেতনভুক মানুষ এবং ৪৩৩৮৫ জন বেকার মানুষ আত্মহত্যা করেছেন। ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই দেশে ৩৫৯৫০ জন পড়ুয়া এবং ৩১৮৩৯ জন কৃষি শ্রমিক আত্মহত্যা করেছেন। এই বিপুল সংখ্যক আত্মহত্যার খবর সামনে আসতেই বিভিন্ন মহল থেকে মোদি সরকারকে তীব্র কটাক্ষ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, কেন্দ্রের ব্যর্থতার জন্যই দেশে একের পর এক শ্রমিক, কৃষক এবং সাধারণ মানুষ আত্মহত্যা করতে কার্যত বাধ্য হয়েছেন। মোদি সরকার কর্মসংস্থান তৈরিতে ব্যর্থ।