নয়াদিল্লি : আদানি গোষ্ঠীর (Adani Group) সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার (Jawhar Sircar)। বিদেশমন্ত্রী এস জয়শংকরকে চিঠি দিয়ে তিনি জানতে চাইলেন, কেন্দ্রীয় সরকার তথা বিদেশমন্ত্রক সরকারিভাবে এই চুক্তির অনুমোদন দিয়েছে কি না। এই নিয়ে দ্বিতীয়বার তিনি বিদেশমন্ত্রীকে চিঠি লিখে জানতে চাইলেন। সোমবার বিদেশমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের সঙ্গে এই চুক্তি করার পর সেখানে ক্ষোভ তৈরি হয়েছে। আদানি গোষ্ঠীর লাভজনক এই চুক্তির মূল্যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতিতে বিদেশমন্ত্রকের অনুমোদন রয়েছে কি না। এর আগে একই বিষয়ে ১৩ ডিসেম্বর তিনি বিদেশমন্ত্রীকে চিঠি লিখেছিলেন।
আরও পড়ুন-আদানি ইস্যু এড়াতে রাজ্যসভা মুলতুবি
এই প্রসঙ্গে জহর সরকার বলেন, ২০১৪ নির্বাচনে নরেন্দ্র মোদির (Narendra Modi) জয়লাভের পর বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ চুক্তি হয়। ২০১৫ সালের জুন মাসে প্রধানমন্ত্রীর ঢাকা সফরে এই চুক্তি হয়। বাংলাদেশের এমনিতেই চূড়ান্ত চাহিদার থেকেও ৪০ শতাংশ অতিরিক্ত বিদ্যুৎ রয়েছে। তারপরেও বাজারের থেকে ৫ গুণ বেশি মূল্যে বিদ্যুৎ কিনতে হচ্ছে। এছাড়াও বিদ্যুৎ উৎপাদন করুক বা না করুক, প্রতি বছর আদানি গোষ্ঠীকে মোটা অঙ্কের টাকা রক্ষণাবেক্ষণ বাবদ তাঁদের দিতে হবে। গত ১৩ ডিসেম্বর বিদেশমন্ত্রীকে লেখা চিঠিতেও তিনি এই বিষয়টি উল্লেখ করেছিলেন। তার কোনও জবাব না পাওয়ায় ফের দ্বিতীয়বার চিঠি দিলেন জহর সরকার (Jawhar Sircar)। আদানি ইস্যুতে বর্তমানে বিরোধীদের চাপে কোণঠাসা কেন্দ্রীয় সরকার। জহর সরকারের বক্তব্য, প্রথমে প্রধানমন্ত্রী নিজে এবং পরবর্তী ধাপে বিদেশমন্ত্রী এই চুক্তির সঙ্গে জড়িত রয়েছেন। তাই অবিলম্বে বিষয়টি জানানোর দাবি জানিয়েছেন তিনি।