রেকর্ড অর্থে আরসিবিতে স্মৃতি, মুম্বইয়ে হরমনপ্রীত

দল পেলেন, এবার ফ্ল্যাট কিনবেন রিচা

Must read

মুম্বই, ১৩ ফেব্রুয়ারি : মেয়েদের আইপিএল নিলামে সবাইকে টেক্কা দিলেন স্মৃতি মান্ধানা (WPL- Smriti Mandhana)। সোমবার নিলামের শুরুতেই উঠেছিল স্মৃতির নাম। বাঁ হাতি ওপেনারকে পেতে ঝাঁপিয়েছিল চারটি দল। তবে মূল লড়াইটা হয় বেঙ্গালুরু (Bengaluru) এবং মুম্বই ফ্র্যাঞ্চাইজির মধ্যে। প্রবল দড়ি টানাটানির মধ্যে শেষ পর্যন্ত ৩ কোটি ৪০ লক্ষ টাকায় স্মৃতিকে কিনে নেয় আরসিবি। যা এবারের নিলামে সর্বোচ্চ দরের রেকর্ড। স্মৃতির (WPL- Smriti Mandhana) প্রতিক্রিয়া, ‘‘বেঙ্গালুরুর মতো দলে যোগ দিতে পেরে দারুণ খুশি। ওরা আমার উপর ভরসা রেখেছে। চেষ্টা করব দলকে ট্রফি জেতানোর।’’

স্মৃতি হাতছাড়া হলেও, হরমনপ্রীতকে ছিনিয়ে নেয় মুম্বই। হরমনের দর ওঠে ১ কোটি ৮০ লক্ষ টাকা। মজার কথা, ছেলেদের অধিনায়ক রোহিত শর্মা দীর্ঘদিন ধরেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন। এবার মেয়েদের অধিনায়ককেও দলে টেনে নিল মুম্বই ফ্র্যাঞ্চাইজি। টি-২০ বিশ্বকাপ খেলতে হরমনপ্রীতরা এখন দক্ষিণ আফ্রিকায়। আগের দিনই পাকিস্তানের বিরুদ্ধে উত্তেজক জয় দিয়ে অভিযান শুরু করেছেন ভারতের
মেয়েরা। তবে সোমবার দুপুর থেকেই টিভির পর্দায় চোখে রেখেছিলেন সবাই। স্মৃতি রেকর্ড অর্থে বিক্রি হতেই উল্লাসে ফেটে পড়েন সতীর্থরা। শুরু হয়ে যায় নাচও। হরমনপ্রীতের নিলামের পরেও সেই একই দৃশ্য।
এদিনের নিলামে সবাইকে চমকে দিয়েছেন বাংলার রিচা ঘোষও। অনূর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপ দলের অন্যতম সদস্য রিচাকে পেতে ঝাঁপিয়েছিল বেঙ্গালুরু, দিল্লি ও মুম্বই। শেষ পর্যন্ত ১ কোটি ৯০ লক্ষ টাকার বিনিময়ে তাঁকে দলে টেনে নেয় বেঙ্গালুরু। শিলিগুড়ির ১৯ বছরের তরুণী জানিয়েছেন, নিলামের অর্থে তিনি কলকাতায় একটা ফ্ল্যাট কিনতে চান। রিচা বলেন, ‘‘বাবা-মা চাইতেন আমি দেশের হয়ে খেলি। আমাকে বড় করার জন্য বাবা ও মা কঠোর পরিশ্রম করেছেন। আমি চাই, এবার ওঁরা বিশ্রাম নিন।’’

আরও পড়ুন- বুমোস-ম্যাকহিউকে ছাড়াই আজ পরীক্ষা মোহনবাগানের

এদিকে, মহিলা দলের দুই তারকা জেমাইমা রডরিগেজ ও শেফালি ভার্মাকে দলে টেনেছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। জেমাইমার জন্য ২ কোটি ২০ লক্ষ এবং শেফালির জন্য ২ কোটি টাকা ব্যয় করতে হয়েছে দিল্লিকে। উইকেটকিপার-ব্যাটার যস্তিকা ভাটিয়কে ১ কোটি ৫০ লক্ষ টাকায় কিনেছে মুম্বই। বাংলার আরেক ক্রিকেটার দীপ্তি শর্মাকে ২ কোটি ৬০ লক্ষ টাকার বিনিময়ে কিনেছে ইউপি ওয়ারিয়র্স। অনূর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপ দলের আরেক সদস্য তথা বাংলার পেসার তিতাস সাধুকে ২৫ লক্ষ টাকায় কিনেছে দিল্লি।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য দর পেয়েছেন অ্যাশলে গার্ডেনারকে ৩ কোটি ২০ লক্ষ টাকায় নিয়েছে গুজরাট ফ্র্যাঞ্চাইজি। নাতালি স্ক্রিভারকে ৩ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছে মুম্বই। সোফি এক্লিসটনকে ১ কোটি ৮০ লক্ষ টাকায় কিনেছে ইউপি ওয়ারিয়র্স। অস্ট্রেলীয় অলরাউন্ডার এলিস পেরিকে ১ কোটি ৭০ লক্ষ টাকায় নিলেছে বেঙ্গালুরু। গোটা নিলাম পরিচালনা করেন মালিকা আদবানি।

Latest article