বুমোস-ম্যাকহিউকে ছাড়াই আজ পরীক্ষা মোহনবাগানের

Must read

প্রতিবেদন : টানা দু’ম্যাচ জয়ের দেখা নেই মোহনবাগানের। বেঙ্গালুরুর (Bengaluru FC) বিরুদ্ধে হারের পরে শেষ ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র। ওড়িশার বিরুদ্ধে শেষবার জয় পেয়েছিল বাগান। তারপর থেকে ব্যর্থতা চলছেই সবুজ-মেরুনের। এই পরিস্থিতিতে মঙ্গলবার হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে মোহনবাগান (Hyderabad vs ATK Mohun Bagan)। তাই জয়ে ফেরা ছাড়া কিছুই ভাবছে না সবুজ-মেরুন শিবির।

প্রতিপক্ষ লিগ টেবিলে দু’নম্বরে রয়েছে। এমন কঠিন প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে নামার আগে সমস্যায় মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। দলের অন্যতম সেরা তারকা হুগো বুমোসের (hugo boumous) হ্যামস্ট্রিংয়ে চোট সারেনি। পাশাপাশি কার্ল ম্যাকহিউয়ের (Carl McHugh) কুঁচকির চোট। দু’জনকেই নিয়ে যাননি জুয়ান। কার্ড সমস্যার জন্য হায়দরাবাদ (Hyderabad vs ATK Mohun Bagan) ম্যাচে অনিশ্চিত শুভাশিস বসু। বুমোসদের না পাওয়ার জন্য গত ম্যাচের পরে হতাশা প্রকাশ করেছিলেন সবুজ-মেরুন কোচ জুয়ান। পাশাপাশি বাগান কোচ সাফ বলেছিলেন, মানসিকভাবে দলের অনেকে ভেঙে পড়েছেন। তাই ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা করে জয়ের পথে ফিরিয়ে আনা চ্যালেঞ্জ ফেরান্দোর।
বার্তোলোমেউ ওগবেচের মতো স্ট্রাইকার রয়েছেন বিপক্ষ দলে। তাই বাগান রক্ষণের কাছে রীতিমতো চ্যালেঞ্জ ওগবেচেকে আটকানো।

আরও পড়ুন-২০২২-এ মুখ্যমন্ত্রী বদল, ২০২৩-এ সরকার বদল, অভিষেক ঝড়

Latest article