সংবাদদাতা, আলিপুরদুয়ার : বালিপাচার রুখতে ব্যবস্থা নিল প্রশাসন। এবার ড্রোনে চালানো হবে নজরদারি। গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে বালি পাথর পাচার রুখতে নানান পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। রবিবার ও সোমবার ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা অভিযান চালিয়ে বেশ কয়েকটি গাড়ি বাজেয়াপ্ত করেন, যেগুলো অবৈধ ভাবে বালি ও পাথর পরিবহণ করছিল। গাড়ি বাজেয়াপ্ত করে তাদের বিরাট অঙ্কের জরিমানাও করে সংশ্লিষ্ট দফতর।
আরও পড়ুন-৭০ ক্রেশ, ৪৩ স্বাস্থ্যকেন্দ্র, ১১৩ চা-বাগানে উন্নয়ন
কিন্তু দফতরের আধিকারিকরা কোথায় যাচ্ছেন, কীভাবে যাচ্ছেন খবর পেয়ে যাচ্ছিল পাচারকারীরা। তাই পুলিশ অভিযানে যাওয়ার আগেই নদীর পাড় থেকে সরিয়ে ফেলত বালিবোঝাই গাড়ি। এভাবে পাচার রুখতেই ড্রোনে চালানো হবে নজরদারি। এই প্রসঙ্গে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, বেশ কয়েকটি গাড়ি ইতিমধ্যেই আটক করে বিরাট করে ব্যবস্থা নেওয়া হয়েছে। করা হয়েছে বিরাট অঙ্কের জরিমানাও। নদীচরগুলিতে বিশেষ করে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে।