৭০ ক্রেশ, ৪৩ স্বাস্থ্যকেন্দ্র, ১১৩ চা-বাগানে উন্নয়ন

এছাড়াও বৈঠকে ছিলেন টি অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্য এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার জেলাশাসক এবং এসপিরা

Must read

প্রতিবেদন : রাজ্য সরকারের হাত ধরে চা-বাগানের উন্নয়ন অব্যাহত। এবার ১১৩ বাগানে ৪৩টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং ৭০টি ক্রেশ হবে। এই বিপুল কর্মকাণ্ডের রূপরেখা তৈরিতে মঙ্গলবার উত্তরকন্যায় একটি বৈঠক করেন টি অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান তথা মন্ত্রী মলয় ঘটক।

আরও পড়ুন-ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বাড়ছে

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী বুলুচিক বড়াইক, আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বৈঠকে ছিলেন টি অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্য এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার জেলাশাসক এবং এসপিরা। এই বৈঠকে মন্ত্রী মলয় ঘটক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং ক্রেশের কাজ কোথায় কতটা হয়েছে এবং কোথায় বাকি রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জেলার প্রশাসনিক কর্তা ও দলীয় নেতাদের এই কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন।

Latest article